![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুতুলের মতো আমাকে নাচাচ্ছে, যখন যে যেভাবে পারছে। আজ আমি আর পারছিনা। একজন নাচাতে নাচাতে অন্য কাউকে নিয়ে আজ অনেক সুখে আছে। ভুলেও আমার খবর নেইনা। আমাকে সে একটা সুন্দর নাম দিয়েছে আমি অযোগ্য আমি তার অযোগ্য। আমি তার খবর রাখি দুর থেকে কষ্ট পাই, কান্না করি, তার সুখে হাসি। ভুলের মাশুল দিতে হচ্ছে আমাকে কারণ একটাই আমি তার অযোগ্য।
হা হা হা হা হা হা হা হা হা (হাসছি না কান্না করছি তাও জানিনা তবে আত্মহত্যার চিন্তাটাই মাথায় ঘোরপাক খাচ্ছে)
টেবিল ল্যাম্প জ্বলছে, দূরে টেবিলে রবীন্দ্রসঙ্গীত বা শাস্ত্রীয়সঙ্গীত বাজছে। ঠোঁটের কোণায় জ্বলন্ত সিগারেট। হাতে চকচকে ছুঁড়ি। উফ ফাটাফাটি একেবারে সঞ্জয় লীলা বনশালির সিনেমা। এক বারেই কুপোকাত। গলগল করে রক্ত পড়ছে। গড়িয়ে বেরিয়ে যাচ্ছে দরজার ফাঁক দিয়ে। কেউ একজন দেখে প্রবল আর্তনাদ করে চিৎপটাং। হাত কেটে গেলেই যে মরে যাবো সেরকমটা বোধহয় হবে না। হঠাৎ করে ‘আমি বাঁচতে চাই’ ।
২০ শে মে, ২০১৭ সকাল ১১:৪৯
রক্তিম বিজয় বলেছেন: কিছুনা
২| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৫
রিফাত হোসেন বলেছেন: জীবন কারউ জন্য থেমে থাকে না।
কিসের অযোগ্য! কিসের যোগ্যতা! সবাই যে জায়গায় আছে তেমনি ফিট
২০ শে মে, ২০১৭ সকাল ১১:৪৮
রক্তিম বিজয় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৮
সুমন কর বলেছেন: তা পাগলামি নাম কি !!