নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুনআমার প্রকৃত নাম বিজয়, নিকট লোকেরাও ডাকে বিজয় নামে এই নামেই স্বাছন্দ্য বোধ করি।

রক্তিম বিজয়

আমি সেই কাব্য

রক্তিম বিজয় › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাই জাতির মেরুদন্ড

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

কথায় আছে শিক্ষাই জাতির মেরুদন্ড কিন্তু বর্তমান সমাজে এই কথার বিপরীত দিকটা চলে যেমন প্রশ্ন ফাঁস হওয়ার ফলে আমরা পেতে যাচ্ছি মেরুদন্ডহীন জাতি। প্রশ্ন ফাঁস যেন না হয় তার জন্য কড়া উদ্ধ্যোগ নিয়েছে নাহিদ স্যার যেমন ফেসবুক, ভাইবার এবং অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো পরীক্ষা চলাকালীন সময়ের জন্য বন্ধ রাখবে। আচ্ছা এই সামাজিক মাধ্যম গুলো বন্ধ রাখলেই কি সমস্যা সমাধান হবে???

তাহলে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে কেন প্রশ্ন ফাঁস হয়না নাকি তারাও এই ভাবে সামাজিক মাধ্যমগুলো বন্ধ রাখে????

আসল কথাতো এটাই যে প্রশ্নগুলো ফাঁস হচ্ছেতো নাহিদ স্যারের হাত দিয়েই । নাহিদ স্যার আপনাকে আমি ছোট করছি না সত্যিটাই তুলে ধরলাম আপনিই ভাবুন প্রশ্ন কবে যাবে কোথায় যাবে এবং ঠিক কোন সময়ে প্রশ্ন গুলো ছাত্র/ছাত্রীদের হাতে যাবে তা আপনি ঠিক করে দেন তাহলে সব যদি ঠিকই তাকে প্রশ্নটা কি ভুত এসে ফাঁস করে দেয় নাকি???

যত দিন যাচ্ছে তত উন্নতির বদলে দুর্নীতি হচ্ছে আর আমরা সাধারণ জনতা যা বোঝাচ্ছেন তাই বুঝে যাচ্ছি তাতে যদি কারো ক্ষতি ও হয় তাতে আপানদের কিচ্ছু আসে যায়না আপনারা তো রাজা বাদশা।


সত্যিতো এটাই যে বাঙ্গালি স্বাধীন হলেও রাজাকার মুক্ত হয়নি সাথে চোর বাটপার গুলোও আছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

করুণাধারা বলেছেন: সরষে দিয়ে ভূত ছাড়াতে হয়। কিন্তু ভূত যখন্র সরষের ভিতর ঢুকে যায় তখন সেটা দিয়ে আর ভূত তাড়ানো যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.