নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুনআমার প্রকৃত নাম বিজয়, নিকট লোকেরাও ডাকে বিজয় নামে এই নামেই স্বাছন্দ্য বোধ করি।

রক্তিম বিজয়

আমি সেই কাব্য

রক্তিম বিজয় › বিস্তারিত পোস্টঃ

একদিনের আদিখ্যেতা কি এমন বেশি

১৩ ই মে, ২০১৮ সকাল ১১:১১

মাকে ভালবাসার জন্য ৩৬৫ দিনের মধ্যে একদিন আলাদা ভাবে পালন করার কোন মানেই হয়না। মাকে ভালবাসার জন্য যেকানে ৩৬৫ দিনেই পরে আছে সেখানে একদিনের আদিখ্যেতা কি এমন বেশি। ভালবাসাতো এটাই যে ৩৬৫ দিনের মধ্যে ৩৬৫ দিনেই মাকে ভালবাসে।

কে জানে হয়তো এই সোসাল মিডিয়াতে আজকে মাকে নিয়ে লম্বা লম্বা পোস্ট দিবে কিন্তু সত্যিকারে সে মাকে একবার ও বলেনি মা তোমাকে ভালবাসি অনেক। আবার কেউ কেউ আজকের দিনে অনেক লম্বা লম্বা গল্প শুরু করে দিবে মাকে নিয়ে কিন্তু তারপরের দিনই মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে কিভাবে মাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ সকাল ১১:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: Social Media তে বেশী আদিখ্যেতা না করে এই একটা বিশেষ দিনে যদি মা এর জন্য ছোট কিছু উপহার নিয়ে যাই কত খুশী হবে মা। এই খুশী টুকু অনেক কিছু।
তবে শুধু একদিন ই মা এর খুশীর কথা চিন্তা না করে ৩৬৫ দিন ই তো মাকে সমানভাবে ভালোবাসা উচিত। ভালোবাসা মানে তো শুধু Social Media তে আদিখ্যেতা না, তবে হা এই একটা দিন একটু আদিখ্যেতা কি এমন বেশী, তবে সেটা যেন শুধু লোক দেখানো না হয়।

১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:১৯

রক্তিম বিজয় বলেছেন: হুম

২| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ভার্চুয়ালে নয় সবাই মাকে বাস্তবে ভালবাসুক।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৪২

রক্তিম বিজয় বলেছেন: হুম

৩| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: মায়ের চেহারাটাই আমার কাছে বেহেস্ত। যে চেহারা প্রতিদিন দেখি, যেখানে প্রতিদিন আমি বেঁচে থাকি।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৪২

রক্তিম বিজয় বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.