নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় আমি।

রোলেন

যখনই কিছু লিখতে বসি। শুধু লিখি আর কাটি লিখি আর কাটি। শেষে পুরো কেটে দিই। আর পোষ্ট করা হয় না। মনের কথা মনেই থাক। বলে আর কি হবে। বলে দিলেই সব শেষ।

রোলেন › বিস্তারিত পোস্টঃ

সামু কি আমাকে মিষ্টি খাওয়াবে

১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:০১

আজ অনেক দিন পরে! প্রায় দুই বছর।
ফেইসবুক বন্ধের সুবাদে সামুতে লগ ইন করলাম। এক সময় নিয়মিত পাঠক ঠিলাম সামুর।
নিরাপদ ব্লগার হওয়ার জন্য যা করা প্রয়োজন ছিল সবই করেছি নিরাপদও হয়েছি।

"আমার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে।
আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।"
নির্বাচিত হওয়ার মত কোন পোষ্ট এখন পর্যন্ত পোষ্ট করা হয় নি।

মাঝখান থেকে গনজারন মঞ্চের পর পর সামুর পক্ষ পাত দৃষ্টির জন্য আমার মত অনেকেই সামু ভাইয়াকে বিদায় জানায়। অনেকে আবার জানের ভয়ে পালায়ন করেন। যাই হোক অনেক দিন পরে আসলাম মিষ্টি না হোক এক কাপ চা হলেই চলবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:০৯

রুদ্র জাহেদ বলেছেন: আমার পক্ষ থেকে আপনাকে এক কাপ চা দিলাম।শুভ সকাল :)

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

রোলেন বলেছেন: আপনার পক্ষ থেকে চা গ্রহন করা হলো। চা টা তো ঠান্ডা হয়ে গেলো! কোন দিক থেকে শুরু করি!

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৯

নাবিক সিনবাদ বলেছেন: সামু কাকে কবে মিষ্টি খাইয়েছে হে? :D

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

রোলেন বলেছেন: খাইয়েছে বটে তবে কিনা আমি আর সিনবাদ বাদ পড়ে গেলাম হে। :)

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫০

সুলতানা রহমান বলেছেন: এই নিন চা, কাপটা অদৃশ্য আর কি।

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

রোলেন বলেছেন: আপনার কাপ অদৃশ্য হবে কেন এটাতো আপাত দৃষ্টিতে দৃশ্য মান। সুপেয় রঙ্গিন জল হবে হয়ত! হু অন্য অনুভুতির চা।
ধন্যবাদ অদৃশ্য চা

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২

তাহসিনুল ইসলাম বলেছেন: হুম শুভ প্রত্যাবর্তন :)

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

রোলেন বলেছেন: আবার হয়ত হারিয়ে যাবো খোজ নেয়ার কেউ থাকবে না। =p~

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

গেম চেঞ্জার বলেছেন: আপনাদের সামুতে আসাতে বেশ ভাল লাগছে। অনেকেই আসছেন। ভাল। জমে উঠুক সামু। :)

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

অতঃপর হৃদয় বলেছেন: আমি ও তো অনেক পোষ্ট করলাম, কিন্তু নির্বাচিত পাতায় এখনো একটিও যায় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.