নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় আমি।

রোলেন

যখনই কিছু লিখতে বসি। শুধু লিখি আর কাটি লিখি আর কাটি। শেষে পুরো কেটে দিই। আর পোষ্ট করা হয় না। মনের কথা মনেই থাক। বলে আর কি হবে। বলে দিলেই সব শেষ।

রোলেন › বিস্তারিত পোস্টঃ

হোস্টিং কিনুন ও ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করুন

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার ব্রাউজার থেকে nhostbd.com সাইটে প্রবেশ করুন।



দি এন হোস্ট থেকে হোস্টিং কিনলে সাথে একটি .COM .NET .ORG .INFO .BIZ ডোমেইন প্রথম বছরের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। হোস্টিং ক্রয় করা থেকে শুরু করে একটিভ করা পর্যন্ত বিষয়টি বিভিন্ন ধাপে ধাপে নিম্নে বিস্তারিত দেয়া হলো।

প্রথম ধাপ: আপনার পছন্দের প্যাকেজটি সিলেক্ট করুন এবং ORDER NOW বাটনে ক্লিক করুন।



Register a new domain: এই বক্সে আপনার পছন্দের ডোমেইন নামটি লিখুন। তারপর আপনার কাঙ্খিত এক্সটেনশন সিলেক্ট করে চেক বক্সে ক্লিক করুন। যেমন .COM .NET .ORG .INFO .BIZ ইত্যাদি।



ডোমেইন নেম খালি থাকলে নিচের continue বাটনে ক্লিক করুন




Domains Configuration: এখানে তিনটা চেক বক্স দেয়া আছে। প্রথমটা DNS Management এবং Email Forwarding বক্সে ক্লিক করুন। এগুলো ফ্রি সার্ভিস। ID Protection প্রয়োজন হলে ঐ চেক বক্সে ক্লিক করুন। এটার ফি হচ্ছে ৩০০ টাকা প্রতি বছর। ID Protection কাজ হচ্ছে আপনার যাবতীয় তথ্য সমূহ লুকিয়ে রাখা।




Review & Checkout




এখানে ডোমেইন হোস্টিং এর দাম সংক্ষিপ্ত বিবরন দেয়া আছে। হোস্টিং এর ধরন এবং হোস্টিং এর দাম প্রথম কলামে।
দ্বিতীয় কলামে ডোমেইন যেহেতু ফ্রি তাই টাকার ঘরে শূন্য লেখা। এগুলো ঠিক মনে হলে পরের ধাপে যাওয়ার জন্য checkout বাটনে ক্লিক করুন।

Checkout



Already Registered?: কেউ পূর্বে দি এন হোস্টে একাউন্ট করা থাকলে এই বাটনে ক্লিক করে শুধুমাত্র ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে চেকআউট সম্পন্ন করতে পারবে।

Personal Information: এখানে চারটা বক্স আছে। একটাতে আপনার নামের প্রথম অংশ, পরের ঘরে আপনার নামের শেষ অংশ লিখুন। নিচের মেইলের ঘরে আপনার মেইল ঠিকানা লিখুন। ফোন নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটি লিখুন।

Billing Address: এখানে আপনার ঠিকানা উল্লেখ করুন।

১। Company Name: কোম্পানির নাম বাদ্ধতামূলক নয়।
২। Street Address: এখানে বাড়ি/হাউজ, রোড/গ্রাম লিখুন।
৩। Street Address 2: থানা
৪। City: এই ঘরে আপনার জেলার নাম লিখুন।
৫। State: এই ঘরে আপনার জেলার নাম লিখুন।
৬। Postcode: এই ঘরে আপনার ডাকঘর এর নাম্বার লিখুন।

Account Security: পাসওয়ার্ড দেয়ার সময় !@#$%^&*()_{}|125Aa এই ধরনের ক্যারেক্টর ব্যবহার করুন। পাসওয়ার্ড পরবর্তীতে কাজে লাগানোর জন্য সংরক্ষন করে রাখুন।

Payment Details

পেমেন্ট এর ঘরে ৩টা রেডিও বাটন দেখতে পাবেন। (১) বিকাশ (২) পেপ্যাল ও (৩) রকেট। এখান থেকে যে মাধ্যমটি আপনার সুবিধা মনে হয় সেখান থেকে একটি ক্লিক করুন।

Additional Notes: এই ঘরে কিছু না লিখলেও চলবে।

সব কিছু ঠিক থাকলে Complete Order বাটনে ক্লিক করুন।

তারপর একটি Invoice আসবে। Invoice এর বিকাশ বা রকেট নাম্বারে নির্ধারিত ফি পাঠিয়ে দিলে। ডোমেইন এবং হোস্টিং দুইটাই এক ঘন্টার মধ্যে একটিভ হয়ে যাবে। আপনার মেইলে সিপ্যানেল সহ যাবতীয় তথ্য অটোমেট্কি চলে যাবে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো ও দরকারী পোষ্ট

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

রোলেন বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, দরকারে আসতে পারলাম বলে :)

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

চানাচুর বলেছেন: প্রিয়তে

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

রোলেন বলেছেন: ধন্যবাদ মুড়ি চানাচুর :)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

তার ছিড়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

রোলেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.