নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এতোটাই অসাধারণ যে, অসাধারনের সংজ্ঞাটাই আমার কাছে অসাধারণ লাগে!

মহামতি আইভান

একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!

মহামতি আইভান › বিস্তারিত পোস্টঃ

কিছু অন্ধকার কখনও আলো হতে পারে না

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬

নতুন করে ভাবি,

নতুন করে ভাবতে শিখি।



কিছু ভাবনা ভালবাসাকে ফেরাতে পারে না,

কিছু ভালবাসা শুধু ভাবনায় রঙিন হয় না।



ভালবাসায় সাদা রঙে আঁকি ছবি,

আকাশের ক্যানভাসে এক মৌন যুদ্ধের ছায়া।

সেই ছায়াতেই উড়ে যায় সাদা কোন পাখি,

যুদ্ধ শেষে কেউ শুনতে কি পায় সেই পাখির ডাক?

আঁধার, শুধুই আঁধার।



কিছু যুদ্ধ কখনও ভালবাসাকে হারাতে পারে না,

কিছু ভালবাসা কখনও যুদ্ধকে জয়ী হতে দেয় না।



কিছু আলো কখনও অন্ধকারকে বাঁধা দিতে পারে না,

কিছু আলো কখনও অন্ধকারকে অতিক্রম করতে পারে না।

আর কিছু অন্ধকার কখনও আলো হতে পারে না।



(পুরনো লেখা...প্রেক্ষাপটটা একটু চেঞ্জ করে লিখলাম। সময়ের সাথে বাঁচার চেষ্টা আর কি!) -আইভান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.