নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এতোটাই অসাধারণ যে, অসাধারনের সংজ্ঞাটাই আমার কাছে অসাধারণ লাগে!

মহামতি আইভান

একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!

মহামতি আইভান › বিস্তারিত পোস্টঃ

রসময় একটি বিচ্ছেদের গল্প !!

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৯

-হ্যালো, জান!

-খবরদার, জান বলবা না আমাকে! আমি কারো জান না।



একটু থতমত খেয়ে গেলাম। কাহিনী কি? জানপাখি এমন ক্ষেপে আছে কেন একটু আগেই না ওর বাসার সামনে গিয়ে দেখা দিয়ে এলাম।



-জান, কি হইছে তোমার? এতো রেগে আছো কেন?

-আমি তোমার সাথে রাগ করতে যাবো কোন অধিকারে? তুমি আমার কে??

-আমি তোমার কে মানে? আমিই তো তোমার সব।

-খবরদার, বাজে কথা বলবা না। তুমি আমার কেউ না। কেউ হইলে আমার অন্তত একটা কথা শুনতা।

-কোন কথাটা আবার শুনলাম না??

-কোনটা শুনছো?? আচ্ছা, তুমি আমার এলাকা চেন না? আমার বাসা চেন না তুমি??

-কেন চিনবো না। খুব ভালো করেই চিনি। কি হইছে সেইটা বলো।

-কি হইছে, না? তুমি সাথে করে তোমার ফ্রেন্ডকে নিয়ে আসছিলা কোন আনন্দে?

-সমস্যা হইছে কি তাতে?

-সমস্যা তুমি কিভাবে বুঝবা? সমস্যা বুঝতে হলে যেই পরিমাণ সেন্স থাকা লাগে তা তো তোমার নাই!

-আচ্ছা, ও কি করছে বলবা তো??

-ও কি করছে শুনতে চাও? ও বারান্দায় আমার ছোটবোনের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে ছিল।

-ধূরর, কি যে বলো। ও ঐ টাইপের ছেলেই না।

-তুমি ওর সাফাই গাইবা না। তোমার বন্ধু এমন, তুমি না জানি কেমন। আমার সামনে তো ফেরেশতা সেজে থাকো। আড়ালে না জানি কি কি করে বেড়াও!!

-কি বলো এইগুলা??

-আমার যা মনে হইছে তাই বলছি। আর শোন তুমি এরপর থেকে আমাকে আর ফোন দেয়ার চেষ্টা করবা না।



এক নিশ্বাসে কথাগুলো বলেই ফোন রেখে দিল মারিয়া। বাবু ভাবতেও পারে নি মারিয়া তার সাথে এমন করবে, বন্ধুকে পেঁচিয়ে এমন বাজে মন্তব্য করবে তার সম্পর্কে।



ফোনটা হাতে নিয়ে মুখটাকে বাংলা পাঁচ বানিয়ে রিক্সায় বসে আছে বাবু। ওর পাশের ছিটেই চোখে সানগ্লাস আর কানে হেডফোন লাগিয়ে দিব্যি গান শুনে যাচ্ছে ইমন। সে জানেও না শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়ে বাবুর সাজানো সংসার তছনছ করে দিয়েছে সে। আচ্ছা মারিয়ার বাসার সামনে গিয়ে ইমনের সানগ্লাসটা কোথায় ছিলো? ঐটা চোখে থাকলেও তো আজকে এই ঝামেলায় পড়তে হতো না।

বাবুর ভাবনায় ছেদ পড়লো ইমনের ডাকে . . .

-দোস্ত দেখ, দেখ...

-কি?

-সামনের মালডা দেখ! চরম না?? ;)



ইমনকে কেমন যেন অচেনা মনে হচ্ছে বাবুর, ওকে বলার মতো কিছু খুঁজে পায় না সে। শুধু অবাক হয়ে ভাবে ছেলেটা এমন কেন??



পরিশিষ্টঃ

শুধু বাবু নয়...ইমনকে বলার মতো কিছু আমরাও কখনো খুঁজে পাই না। বাবুর মতোই ভাবি 'ছেলেটা এমন কেন?' X((



(বিঃদ্রঃ এই গল্পের সকল চরিত্র এবং কাহিনীর মধ্যে কল্পনার লেশমাত্রও নাই। উল্লেখ্য সকল ঘটনাই নিষ্ঠুর বাস্তব!)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.