নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!
- তুমি ঐ মেয়েটার দিকে তাকাইলা কেন?
- কি বলো? কোন মেয়ের দিকে তাকাইলাম আবার?
- ও, ভুলে গেছো...না? ঐযে ওভারব্রিজের নিচে দাঁড়ায়া ছিলো, মেয়েটার দিকে ফ্যালফ্যাল করে তাকায়া ছিলা তুমি!
- ও আচ্ছা, লাল ড্রেস পড়া ঐ মেয়েটা??
- ও, মেয়েটার ড্রেসের কালারও মুখস্থ হয়ে গেছে না?
- না মানে মেয়েটা দেখতে একটু সুন্দর ছিল তো তাই একটু তাকাইলাম।
- মেয়েটা দেখতে সুন্দর ছিলো...না? নামো তুমি রিক্সা থেকে...!!
'এ্যাই মামা দাঁড়ান...এই চরিত্রহীন ছেলের সাথে এক রিক্সায় আমি যাবো না।'
- আহা! তুমি আমার কথা শেষ করতে দিবা তো!!
- আর কি বলবা তুমি?? রাস্তায় সুন্দরী মেয়ে দেখলেই তোমার চোখ আটকে যায়...বড় বড় চোখ করে সেইদিকে তাকিয়ে থাকো তুমি। আমাকে আর কি বলবা...তুমি বরং ঐ মেয়ের কাছেই যাও...
- রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে আমি কেন তাকাই জানো? ওই মেয়ের সাথে আমি তোমাকে মেলানোর চেষ্টা করি...কিন্তু অবাক কান্ড কি জানো? কোন মেয়ের সাথেই আমি তোমাকে মেলাতে পারি না। আসলে এই গ্রহের কোন মেয়ের রূপের সাথে তোমার তুলনা করা সম্ভব না। যখনই এইটা ভাবি তখনই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। আসল কথা হচ্ছে নিজেকে ভাগ্যবানদের একজন ভাবতেই রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে আমি তার দিকে তাকাই....আর কিচ্ছু না।
- (আহ্লাদ চেপে রেখে) সত্যি তো....??
- হ্যাঁ জান, একদম সত্যি।
- আচ্ছা ঠিক আছে উঠে আসো তাইলে...আর শোন অন্য মেয়েদের দিকে তাকিয়ে আর নিজেকে ভাগ্যবান ভাবতে হবে না...এখন থেকে নিজেকে ভাগ্যবান ভাবতে হইলে আমার দিকে তাকিয়ো। ঠিক আছে??
- আচ্ছা ঠিক আছে জান
থাক না একটু রাগ-অভিমান-ঝগড়া। সবকিছু মিলে লাইফটা কিন্তু খারাপ না।
(লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিলো আমার ফেসবুক প্রোফাইলে এখানে ক্লিক করুন )
আমায় পাবেনঃ এখানে
৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:১২
মহামতি আইভান বলেছেন: তবুও তো প্রেম বেঁচে থাকে।
চাপাবাজিটাও একটা আর্ট !!
২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:১৪
টুইংকল বলেছেন: আপনার প্রেম শতবর্ষী হোক
০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২৭
মহামতি আইভান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩| ৩১ শে জুলাই, ২০১৪ ভোর ৫:১৭
রাজিব বলেছেন: প্রেমের মত সুখ আর কোন কিছুই বোধহয় আনতে পারে না।
৪| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৭:১৬
ভিটামিন সি বলেছেন: প্রেম করার চেয়ে বটগাছের চারা লাগিয়ে তার পরিচর্যা করা ভালো। পরিবেশ-প্রকৃতি, মানুষ এবং পক্ষীকুল সকলের জন্য উপকারী এই বটগাছ।
০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২৭
মহামতি আইভান বলেছেন: অনেকেই দেখি আবার প্রেমের বদলে মুরগী পালতে চায়। ডিম আর মাংসে আমিষের ঘাটতি পূরনের ইচ্ছা আর কি !!
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:০৭
টুইংকল বলেছেন: প্রেম ভালোবাসা মানেই জালা আর চাপাবাজির জোর।