নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এতোটাই অসাধারণ যে, অসাধারনের সংজ্ঞাটাই আমার কাছে অসাধারণ লাগে!

মহামতি আইভান

একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!

মহামতি আইভান › বিস্তারিত পোস্টঃ

ইশমার্ট নারী সমাজ !!

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫

দুপুরে আমি আর আমার এক ফ্রেন্ড কিছুক্ষনের জন্য স্মৃতিসৌধস্থ ভিআইপিতে গিয়ে বসেছিলাম।

হঠাৎই এক মেয়ের চেচামেচিতে মনোযোগ সেইদিকে গেল।

দেখলাম পাউডার মাখা (প্রায়) সুন্দরী এক মেয়ে চশমা পরিহিত নিরিহ দর্শন এক ছেলেকে শাসাচ্ছে...



পাউডার সুন্দরীঃ ওই পোলা শোন, বেশি চেগাইছ না কইলাম!!



নিরিহ ছেলেঃ জান, কি বলো এইগুলা তুমি?



- আবার জান _দা_ ? কি কই বুঝোছ না??



- আমি সত্যিই বুঝতেছি না। আর তুমি এমন চিৎকার করতেছো কেন??



- ও, তুই বুঝোস না, না?? শালা মিচমিচা শয়তান। সারাদিন তো দরবেশ সাইজা থাকোস, তোর আসল রূপ তো খালি আমি জানি।



- তুমি একটু শান্ত হও প্লিজ। আমি সব তোমাকে বুঝিয়ে বলতেছি...



- তুই আমারে কি বুঝাবি শালা ভন্ডর বাচ্চা?? যা বুঝার আমি বুইঝা গেছি। শোন, তোর সাত পুরুষের ভাগ্য যে তোর মতো একটা পোলার লগে আমি পুরা দুই মাস ছিলাম।



- :-* :-*



- আজকেই শেষ। তুই এরপর থেকে আমারে আর ফোন দিবি না। যদি ফোন দিছোস কসম কইতাছি ফোনের মধ্যেই তোরে ______ দিমু।



-



**(কিঞ্চিৎ সেন্সরড !!)



...নাহ, আমার আর কিছু বলার নাই। ওই পোলার অবস্থা বাদই দিলাম। পুরা ভিআইপি জোড়া সব মানুষ 'থ'। নারী জাতির এই উত্তরাত্তর উন্নতি দেখে একটুখানি হাততালি দিতে মনে চাইছিলো। কিন্তু বেচারা পোলাডার মুখের দিকে তাকায়া তাও পারলাম না।আইভান

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬

নাহিদ হাকিম বলেছেন: হ্যাঁ ভাই। নারী জাতি নই ঐ মেয়েটি! স্রেফ ঐ ৈটাইওফের মেয়েদের গাইল দাও

২| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১০

সরদার হারুন বলেছেন: একজনে অন্যায় করলে তা সবাইর উপর বর্তায়না । তাই নারী জাতি বলা অন্যায় ।

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

মহামতি আইভান বলেছেন: দু:খিত ভাই। ছোট মানুষ তো এখনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.