নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!
রাত সাড়ে এগারোটা।
শীতের সময়টাতে এরই মধ্যে রাস্তায় মানুষজন কমে আসে। শুধু আশ্রয়হীন কুকুরগুলো রাস্তার মোড়ে বসে থাকে আর অপরিচিত কাউকে দেখলেই ঘেউঘেউ করে ডেকে ওঠে।
আজ হঠাৎই সামনের রাস্তায় অনেক মানুষের চিল্লাচিল্লির শব্দ। কিছুটা অবাক হয়েই গেটের সামনে এগিয়ে এলাম। রাস্তায় অনেক মানুষ জড়ো হয়ে আছে। তারাই কোন একটা বিষয় নিয়ে বেশ চিল্লাচিল্লি করছে। আমাদের বেশ কয়েকজন ভাড়াটিয়াও বেরিয়ে এসেছেন।
রাস্তায় নেমে আমি জটলাটির দিকে এগিয়ে গেলাম। সেখানে একটি শিশুর লাশ।
...না কোন সাধারন লাশ না। আর মৃত্যুটাও কোন সাধারন মৃত্যু না।
মেরে ফেলার আগে কয়েকটি পশু এই বাচ্চা মেয়েটাকে অমানুষিক অত্যাচার করেছে। তাদের পশুত্বের ছাপ রেখে গেছে বাচ্চাটির দেহের প্রতিটি ইঞ্চিতে।
বাসায় ফিরে যাওয়ার সময় রাস্তার মোড়ের কুকুরগুলোর দিকে একবার তাকাই...
আমরা মানুষরা কি অদ্ভূত! কথায় কথায় আমরা নিজেদের মধ্যে 'কুকুর' বা 'কুকুরের বাচ্চা' সম্মোধন করে গালি দেই। কি অপমানটাই না করি এই প্রানিগুলোকে!!
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫
মহামতি আইভান বলেছেন: প্রতিবাদের ভাষা জানলে অবশ্যই আদালতে রিট আবেদন করতো।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: মানুষের এইসব অমানুষিক কীর্তিকলাপ দেখে পশুরাও হয়ত রেগে গেলে একে অপরকে 'মানুষের বাচ্চা' বলে গালি দেয়।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩
মহামতি আইভান বলেছেন: নাহ, এতো বাজে গালি কি পশুরা দেয় নাকি?
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৮
খেলাঘর বলেছেন:
দেশে এনার্খী চলছে।
সরকারকে ব্যস্ত রাখছে খালেদা জিয়া।
সরকার একা বিএনপি'র পেছেনে অনেক সময় ব্যয় করছে।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: কুত্তা আর কুকুর শব্দ দুইটার পার্থক্য আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি। কুকুরদের কুত্তা বলি। কিন্তু কুকুররা কখনো কুত্তা হয় না, কুত্তা হল ওইসব মানুষরূপী জানয়ারেররা।
ভালো লিখেছেন। ভালো থাকবেন।।
০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
মহামতি আইভান বলেছেন: যথার্থই বলেছেন ভ্রাতা। কুত্তা আর কুকুরের মধ্যে আসলেই বিস্তর ফারাক।
মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার গল্প। অল্প কথায় জোরালো বক্তব্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
মহামতি আইভান বলেছেন: নিজের ভেতরের ক্ষোভটা আসলে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম।
মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:২১
বিদ্রোহী বাঙালি বলেছেন: কুকুরের চাইতেও অধম এই সব জানোয়ারদের কুকুর বা কুকুরের বাচ্চা কিংবা কুত্তা বা কুত্তার বাচ্চা বলে গালি দিয়ে মনে হয় প্রকারন্তরে কিছুটা সম্মানই দেখানো হয়। এদের জন্য যথার্থ গালি আমার জানা নাইরে ভাই। থাকলে জন্মের সাধ মিটাইয়া এখন গালি দিতে পাড়তাম। আফসোস!
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
মহামতি আইভান বলেছেন: যথার্থ বলেছেন ভাই। এরা সুন্দর পৃথিবীটাকে শুধুই কলুষিত করছে। নরকের এই কীটগুলোকে দেয়ার মত কোন গালি আসলেই নেই।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১
কলমের কালি শেষ বলেছেন: এরা হায়েনা ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
মহামতি আইভান বলেছেন: অথবা এর চেয়েও নিকৃষ্ট কিছু
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২
মহান অতন্দ্র বলেছেন: ভাল লিখেছেন। শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন ।
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০২
মহামতি আইভান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা গ্রহন করলাম
আপনিও ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭
নুর ইসলাম রফিক বলেছেন: kukurra boro osohay karon ora protibader vasha janena.