নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এতোটাই অসাধারণ যে, অসাধারনের সংজ্ঞাটাই আমার কাছে অসাধারণ লাগে!

মহামতি আইভান

একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!

মহামতি আইভান › বিস্তারিত পোস্টঃ

প্রোপোজ ডে এবং ভালোবাসা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

সকালে ঘুম থেকে উঠেই টের পেলাম আজ নাকি প্রোপোজ ডে। শুনছি এই দিনে যে কোন মাইয়ারে প্রোপোজ কইরা দেয়া যায় বিপরীতে চড়-থাপ্পড় বা জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে প্রায় শূণ্য। তাই তড়িঘড়ি কইরা রাজকুমারীরে ফোন দিলাম...

- হ্যালো... (রাজকুমারী ঘুম জড়ানো কন্ঠে)

- হ্যা, রাজকুমারী?

- হ্যা, বলো...

- তোমাকে অনেক সিরিয়াস একটা কথা বলার ছিলো...

- কি কথা? বলো...

- ইয়ে...মানে... বলতে চাচ্ছিলাম যে...

- কি?? /:)

- আসলে বুঝতেছি না তুমি কিভাবে নিবা। তবে আমি কিন্তু অনেক সিরিয়াস।

- কি শুরু করলা সকালবেলা? বলো তো...

- তুমি কি আমাকে বিয়ে করবে?

- এইটা তোমার সিরিয়াস কথা?

- ইয়ে...মানে... হ্যা !!

- আজকে কয় তারিখ?

- আট

- আর মাস?

- ফেব্রুয়ারী

- তিনমাস হয়ে গেছে আমাদের বিয়ের। আর তুমি এখনও আমাকে জিজ্ঞেস করো আমি তোমাকে বিয়ে করবো কি না? :-/ কয়দিন আগেও এক সকালে তুমি আমাকে ফোন করে বলছো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে তুমি কি কি করবা। মানে কি এইসবের? তোমার স্মৃতিশক্তি কি দিন দিন লোপ পাচ্ছে??

- :|

- কি ব্যাপার? কথা বলো না কেন?

- রাজকুমারী, আমার লাইফে তোমার এই ঘনিষ্ঠ অবস্থান মাঝেমাঝে আমার কাছে স্বপ্নের মতো লাগে। আমি অবাক হই, কি করে একটা মানুষ অপর একটা মানুষকে এতো ভালোবাসতে পারে, এতো আপন হতে পারে? তোমার এতো এতো ভালোবাসা পেয়ে তাই আমি কনফিউজড হয়ে যাই অনুভুতিগুলো স্বপ্ন ছিলো না তো? মাঝেমাঝে স্বপ্ন আর বাস্তবকে একসাথে গুলিয়ে ফেলি...

- পাগল একটা :D আই লাভ ইউ :)

- আই লাভ ইউ টু, রাজকুমারী

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রপোজ ডে-তে বউয়েরে নূতন কইরা প্রপোজ? আইডিয়াটা মন্দ না। ভালোবাসার ঠ্যালায় পুরাই আউলাইয়া গেলে এমনি হয় মহামতি। মজা পেলাম পড়ে।
আপনার জন্য আগামী ৬ দিনের কর্মসূচী রেখে গেলাম। খুব খিয়াল কইরা। :P

৯ ফেব্রুয়ারি - চকলেট ডে
১০ ফেব্রুয়ারি - টেডি ডে
১১ ফেব্রুয়ারি - প্রমিজ ডে
১২ ফেব্রুয়ারি - হাগ ডে
১৩ ফেব্রুয়ারি - কিস ডে
১৪ ফেব্রুয়ারি - ভ্যালেন্টাইন ডে..

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

মহামতি আইভান বলেছেন: ভাই ৮ তারিখেরটা তো গেছে। ১১ তারিখের ঘটনায় একটু ঘাপলা আছে বাকি ১২, ১৩ তারিখের কর্মসূচিতে আমি নির্দ্বিধায় রাজি ;)

অন্তত পকেটে হাত দিতে হবে না !!

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১

আরণ্যক রাখাল বলেছেন: হা হা| কি কান্ড

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

মহামতি আইভান বলেছেন: কান্ড যা-ই হোক ভালোবাসা কিন্তু নিখাদ :)

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৫

বৃতি বলেছেন: এতো এতো ডে!!!!! মানুষ কিভাবে মনে রাখবে??? /:) /:) 8-|

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

মহামতি আইভান বলেছেন: মনে রাখার জন্য আজকাল উপায় বের হয়ে গেছে। শুধু প্রতিদিন সকালে সময় করে ফেসবুকের নিউজ ফিডে একটু চোখ রাখতে হবে। ;)

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.