নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এতোটাই অসাধারণ যে, অসাধারনের সংজ্ঞাটাই আমার কাছে অসাধারণ লাগে!

মহামতি আইভান

একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!

মহামতি আইভান › বিস্তারিত পোস্টঃ

ছেলেটির হাতে পাঁচটা লাল গোলাপ !!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

আজ একটা ছেলের সাথে দেখা, ছেলেটার হাতে পাঁচটা লাল গোলাপ, চোখে জমাট বিষাদ।

...নবীনগরের ব্যস্ত রাস্তার পাশে গোলাপগুলো হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে ছেলেটা। কিছুক্ষন পর পর ফুলগুলো গুনে দেখছে ঠিক আছে কিনা। কাছে গিয়ে চা অফার করতেই একটু সংকোচ করে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল।

একমনে চা খেয়ে যাচ্ছে ছেলেটা। আমিই নিরবতা ভাঙ্গলাম...

- কেউ আসবে?
- না
- তাহলে?

ছেলেটি চুপ করে আবার চায়ের দিকে মনযোগ দিলো। চকিতে একবার ফুলগুলোর দিকে চেয়ে নিলো। আমি আবার জিজ্ঞেস করলাম...

- কয়টা ফুল এখানে?
- পাঁচটা
- পাঁচটাই কেন?
- পাঁচ ভ্যালেন্টাইন ডে'র জন্য পাঁচটা...
একটু অবাক হয়েই জিজ্ঞেস করলাম 'পাঁচ ভ্যালেন্টাইন মানে?'
- ফুল ওর অনেক পছন্দ। গত পাঁচ ভ্যালেন্টাইন ধরে ও আমার কাছ থেকে কোন ফুল নেয় নি।
- নেয় নি কেন?

ছেলেটা আবার চুপ করে গেল। অথবা বিষাদ লুকালো কিনা বোঝার উপায় নেই। চা শেষ করে উঠে গিয়ে কাপটা রেখে এলো।

- নেয়ার সুযোগ হয় নি ভাইয়া। গত পাঁচ ভ্যালেন্টাইন ডে-তে ও অনেক বিজি ছিলো।
- আর এবার?
- আমি ভেবেছিলাম এবার নিবে কিন্তু এবারও নিলো না।
- কেন? এবার নেয় নি কেন?

ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে মাথা তুলে সামান্য সংকোচ নিয়ে বললো,

- ভাইয়া, আমি একটা সিগারেট ধরালে কি আপনি রাগ করবেন?
- না না, তুমি নাও...

ছেলেটা সিগারেট জ্বালিয়ে আমার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। লম্বা করে দুটো টান দিয়ে তারপর আবার কথা শুরু করলো…

- এবারও হয় তো ওর সুযোগ হয় নি ভাইয়া।
- ও আচ্ছা, দেখা হয় নাই তোমার সাথে?
- সকাল থেকে আমার সাথেই ছিলো। আমি ভেবেছিলাম ও চলে যাওয়ার সময় পাঁচটা গোলাপের সাথে আমার গত পাঁচ বছরের সব কষ্টগুলো ওর হাতে তুলে দিবো।
- তাহলে চলে গেল কেন?
- আমি জানি না ভাইয়া।
- তুমি আর কতক্ষন দাঁড়িয়ে থাকবে?
- তাও জানি না ভাইয়া...

এই ছেলেটার সাথে আমার প্রথম দেখা হয়েছিলো এক বছর আগের অক্টোবরের দুই তারিখে। সেদিন ছেলেটার হাতে ছিলো ইয়া বড় একটা টেডি বিয়ার। আর চোখে আজকের মতই বিষাদ। টেডি বিয়ারের গলায় একটা রঙ্গিন কাগজ ঝোলানো ছিলো তাতে লেখা ছিলো 'হ্যাপি বার্থ ডে, রাজকুমারী।'

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


ভালো বোকা ছেলে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


গল্প ভালো লেগেছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

মহামতি আইভান বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে খুশি হলাম :)

ভালো থাকবেন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ধোঁয়াশে।

ভাল লাগা জানবেন।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: পাঁচ বছর হয়ে গেলো অথচ এখনো ছেলেটা তার প্রিয় মানবীকে ভালোবাসার কথাটা বলতে পারে নাই। আরও কতকাল না জানি তাকে শুধু গোলাপের সংখ্যা বাড়িয়েই যেতে হয়। হায়রে অবুঝ ভালোবাসা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.