নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!
মেয়ে,
আমি তোমায় হাসতে হাসতে
করতে পারি খুন।
আমি তোমায় জ্বালিয়ে
নিজেই জ্বলি দ্বিগুণ।
আমায় ছেড়ে যদি
উড়ে যেতে চাও,
অনায়াসে তোমার
ভেঙে দিবো ডানা
তবুও তোমায় অন্য আকাশে
উড়তে দেবো না।
তোমায় সব আবদার পূরণ করে
এমন দেবতা আমি হতে চাই না।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯
মাহির মুনিম বলেছেন: ভালো লাগলো।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩
মার্কো পোলো বলেছেন:
চমৎকার।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৩
উড়ন্ত বলাকা বলেছেন: তোমায় সব আবদার পূরণ করে
এমন দেবতা আমি হতে চাই না।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১৮
নিয়াম বলেছেন: মেয়ে তুমি সাবধান
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৩
ধ্রুবক আলো বলেছেন: তোমায় সব আবদার পূরণ করে
এমন দেবতা আমি হতে চাই না।
শুভ কামনা রইলো.... তবে কিছু আবদার পূরন না করলে কিন্তু মেয়ে পালবে।
লেখা খুব ভালো লাগছে,,, অভিনন্দন