নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!
প্রিয় অতন্দ্রিলা,
হয়তো আমরা একসাথে থাকবো না।
আমাদের চোখে রয়ে যাবে, না দেখা একটা লাল নীল সংসারের রঙ।
আমাদের বুকে সয়ে যাবে, হারানোর ব্যথা।
আমাদের মনের ভেতর জমে যাবে ঘৃণা, অবজ্ঞা কিংবা অভিযোগ।
হয়তো আমরা একসাথে থাকবো না।
দু'টো কফির মগ পাশাপাশি রাখলে, মনে পড়ে যাবে পাশাপাশি দুটো মানুষের গল্প।
ভোর রাতে ঘুম ভেঙে গেলে, বুকের ভেতর খচখচ করে নিঃসঙ্গ হয়ে যাবে পৃথিবী।
হয়তো একদিন আমাদের যোগাযোগ নিভে যাবে ধীরে।
ভুলে যেতে হবে ডাকনাম; দায়িত্বের ভিড়ে।
হয়তো আমাদের একসাথে থাকা হবে না।
আমাদের একটা সংসার হবে না।
তবুও আমাদের একটা একটা জীবন কেটে যাবে।
২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫০
নীলসাধু বলেছেন: আপনি গদ্যরীতিতে কবিতা লিখুন।
ভালো লাগলো এটাও।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলেন স্বাগতম আপনাকে
সুন্দর কবিতা +