নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

রোমেল আশরাফ

নিজের সম্পর্কে লিখার মত কিছুই নেই। যদি কখনো খুজে পাই তাহলে অবশ্যই লিখবো।

রোমেল আশরাফ › বিস্তারিত পোস্টঃ

রাতজাগা মানুষেরা সবার চাইতে আলাদা ও বুদ্বিমান !!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

দিনের বেলায়কাজে ব্যস্ত থাকি আমরা সবাই। ধরে নেই দিনের আলো ছাড়া কাজ করা কষ্ট হবে।কিন্তু আসলে কি তাই? আসলেই কি দিনের বেলায় কাজ ভালো হয়? নাকি রাত্রের বেলায়মানুষের সৃজনশীলতা যায় বেড়ে, কাজে যোগ হয় নতুন মাত্রা?



চাঁদেরআলো যুগ যুগ ধরে মানুষকে দিয়ে আসছে এমন অনুপ্রেরণা, যা সূর্যের আলোয় যায়উবে। শিল্পী-সাহিত্যিকের কল্পনায় তা রঙ চড়ায়। তখন মানুষ করতে পারে এমনকিছু, চোখ ধাঁধানো দিনের আলোয় যা মনে হয় নিতান্তই অবাস্তব। এমন সব কারণেরাত্রে জেগে থাকার মত কাজ করেন তারাই, যারা রাত্রির মহিমা বোঝেন। রাতেরবেলায় কাজ করার সুবিধাকে নিজের মত করে ব্যবহার করেন তারা। তাদের আই কিউওহয়ে থাকে অন্যদের চাইতে বেশি। গবেষণায় দেখা গেছে, যাদের আইকিউ বেশি তারা কমআইকিউ-এর মানুষের চাইতে রাত জাগেনও বেশি।



এর কারণ কি ??????



কারণগুলি জানতে এখানে ক্লিক করুন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৪

মিজভী বাপ্পা বলেছেন: তাই নাকি, তাইলে আমি তো বড়ই বেকুব :( :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.