নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই ও জানাতে চাই

নীল জোসনা

তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।

নীল জোসনা › বিস্তারিত পোস্টঃ

মরিচ ফ্রাই ও মাল্টিকালার শাসলিক

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

রান্না বান্না তবে এবার ঝাল । ঝটপট মুখরোচক দুটি রেসিপি । আশা করছি সবার ভাল লাগবে । কাশ্মীরি মরিচ ফ্রাই যা যা লাগবে , কাশ্মীরি মরিচ , পুর বানানোর জন্য কিমা , পেয়াজ কুচি , আদা রসুন বাটা , গোল মরিচ গুডা , একটা আলু সেদ্ধ , এবং মরিচের গায়ে লাগানোর ডো বানাতে আটা ময়দা তে লবন , একটু তেল ও পানি দিয়ে রুটির খামিরের মতো ডো বানাতে হবে । মরিচ গুলো মাঝ বরাবর চিরে ভিতরের বীজ সাবধানে ফেলে দিতে হবে । এখন রান্না করা পুর মরিচ গুলোর ভেতরে ভরতে হবে । এবার ডো দিয়ে রুটি বানাতে হবে । রুটি লম্বা লম্বা করে কেটে মরিচের গায়ে রোল করে লাগাতে হবে এভাবে । সবগুলো ভালো করে পেচিয়ে মাঝারি আচে তেলে ভাজতে হবে ।দু পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে । এখন গরম গরম খেয়ে ফেললেই শেষ । মাল্টিকালার শাষলিক যা যা লাগবে , বোনলেস চিকেন কিউব আদা রসুন বাটা , লাল মরিচ গুডা , সরিষা বাটা , লবন ও এক চামচ মাখন ও এক চামচ হট টমেটো সস দিয়ে মেখে রাখতে হবে । আরও লাগবে পেয়াজ , লাল হলুদ সবুজ ক্যাপসিকাম , টমেটো কিউব করে কাটা , শাসলিকের কাঠি গুলো দশ মিনিট পানিতে ভিজিয়ে নিতে হবে । কাঠিতে পর পর সব কিছু গেথে নিতে হবে । এবার ভাজার পালা । ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে কাঠি গুলো পোডা পোডা করে ভাজতে হবে । খাওয়া দাওয়া শেষ । এবার সবাইকে মরিচ ফুলের শুভেচ্ছা ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

নীল ভোমরা বলেছেন: আপনি একটা খাবারের দোকান খুলে বসেন....ভাল চলবে!..আমি আছি আপনার সাথে!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

নীল জোসনা বলেছেন: আপনি ঠাট্টা করলেন নাকি উৎসাহ দিলেন বুঝতে পারলাম না !!!!!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জিভে জল!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

নীল জোসনা বলেছেন: বানানো কিন্তু একদম সোজা । একটু চেষ্ঠা করেই দেখুন না ।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০০

বেলা শেষে বলেছেন: Good writing, good collection, good decoration.
Congratulation for good editing.
Thenk you verymuch.
Up to next time.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬

নীল জোসনা বলেছেন: thank you.

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
জোসস !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

নীল জোসনা বলেছেন: ....হুমম...!!!

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

নীল ভোমরা বলেছেন: উৎসাহ দিচ্ছি!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৫

নীল জোসনা বলেছেন: ভালো লাগলো ।
ধন্যবাদ , আপনার উৎসাহ জমা রাখলাম ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২

নীল ভোমরা বলেছেন:
ভাল কথা...আপনি নিরাপদ ব্লগার হয়েছেন কি?! স্বল্প সময়েই এতগুলো পোস্ট দিয়েছেন......এতদিনে-তো মডুদের কৃপা হওয়ার কথা! অন্য কোথাও আপনার কোন সুচিন্তিত মন্তব্য দেখতে পাইনা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

নীল জোসনা বলেছেন: এই অধমের উপর মডুগণের এখন ও দয়া হয় নাই । নিরাপদ দুরের কথা ওয়াচে আছি ।
আর কত যে আমারে দেখবে ( ওয়াচে ) আল্লাহ ই ভালো জানেন ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

গোলাপ বলেছেন: মরিচ ফ্রাইটা তো সুন্দর

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

নীল জোসনা বলেছেন: শুধু দেখতে সুন্দর নয় খেতেও মজা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.