নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই ও জানাতে চাই

নীল জোসনা

তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।

নীল জোসনা › বিস্তারিত পোস্টঃ

# # রেসিপি - গোলাপজাম # #

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

খুব সহজে বানানো যায় এমন একটি রেসিপি - গোলাপজাম ।





যা লাগবে- গুডা দুধ - ৩/৪ কাপ

ময়দা - ১/২ কাপ

বেকিং পাউডার - ২ চা চামচ

এলাচ - ২ টা

ডিম - ১ টা

চিনি - ২ কাপ

পানি - ৩ কাপ

ঘি - ২ চা চামচ

তেল - ভাজার জন্য

গোলাপজল - ২ চামচ

যা করতে হবে - গুড়া দুধ , ময়দা বেকিং ,এক সাথে ভালো করে মেখে নিতে হবে ।

আলাদা বাটিতে ডিম , ঘি ও ২ চামচ পানি ফেটে নিতে হবে ।

আলতো হাতে ডিমের মিশ্রন গুডা দুধ ও ময়দার সংগে মিশাতে হবে ।

নরম ডো টাকে ২ মিনিট রেখে তারপর হাতে ঘি মেখে বল বানাতে হবে ।

প্রায় ২০ টা বল বানানো যাবে । ১৫ টা বানালে বেশ বড বড মিষ্টি হবে ।

এবার হালকা আচে তেল গরম করতে হবে ।

বল গুলো ধীরে ধীরে ভাজতে হবে । আচ হালকা থাকবে । সময় নিয়ে ভাজতে হবে ।

বল গুলো ফুলে দ্বিগুন হবে । বেশ হালকা খয়েরী রং ধরবে ।

অন্য পাএে চিনি ও পানি আচে বসাতে হবে ।চিনি গলে গিয়ে সিরা ভালো করে ফুটে উঠবে ।

ভাজা বল গুলো চিনির সিরায় ছেডে দিতে হবে । দুই মিনিট ফোটাতে হবে ।

এরপর ঢেকে রাখতে হবে ২০ মিনিট ।

ঠান্ডা হলে গোলাপজল দিয়ে পরিবেশন করুন মজাদার গোলাপজাম ।



শুধু গোলাপ জামের রেসিপি দিলাম না সংগে একটা গোলাপ ফুল ।

এইটাও খাওয়া যাবে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

বৃষ্টিধারা বলেছেন: আমি অন্যরকম ভাবে বানাইতে পারি :)

রেসিপি দিমু না !:#P !:#P !:#P

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

নীল জোসনা বলেছেন:
অনেক ভাবেই বানানো সম্ভব ।
আমি সোজা পদ্ধতি বেশি পছন্দ করি । ( আইলস্যা তো এই জন্য )

২| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

নীল ভোমরা বলেছেন: গোলাপজল কি দিতেই হবে?! নাহলে কি গোলাপজামুন হবেনা?!

১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫০

নীল জোসনা বলেছেন: গোলাপ জল না দিলে গোলাপ জাম কেমনে হবে ?

অবশ্য আপনার গোলাপ জল ভালো না লাগলে দিবেন না । তখন মিষ্টি টা লাল মোহন মনে করে খেয়ে নিবেন ।

শুভ কামনা !

৩| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩

নীল ভোমরা বলেছেন: গোলাপজাম কালো আর লালমোহন লাল। শুধু গোলাপ জলের জন্য নিশ্চয়ই রঙের এই পার্থক্য হয় না!...তৈরীর প্রণালীটাও নিশ্চয়ই ভিন্ন!

১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩১

নীল জোসনা বলেছেন: গোলাপ জাম কালো নয় কালোজাম কালো । লাল মোহন ও গোলাপ জামের রং এর ভিন্নতা আসে ভাজার সময় কম বেশি হবার কারনে ।
গোলাপ জল সুন্দর ঘ্রান তৈরি করে মিষ্টির রং নয়।
আর একই রান্না ভিন্ন ভিন্ন প্রনালীতে করা সম্ভব ।

৪| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৮:০৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
আমি নিজে বানাতে পারব মনে হচ্ছে।

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

নীল জোসনা বলেছেন: তাহলে ঝটপট বানি্যে ফেলুন ।


কেমন হলো জানাবেন ।



































আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.