নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই ও জানাতে চাই

নীল জোসনা

তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।

নীল জোসনা › বিস্তারিত পোস্টঃ

# # মালয়েশিয়ায় ৭ দিন # #

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৩

বেড়াতে যাবার নাম শুনেই বাচ্চারা লাফানো শুরু করে দিল । তাও আবার বিদেশে । ওদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেল । সারাদিন এর ওর কাছে গল্প করে বেড়াচ্ছে । কি কি মজা করবে সেটার প্লান করছে । শুধু বেড়ানো হলে অন্য কথা আসলে মালয়েশিয়া যাবার পোগ্রামটা হচ্ছিল একটা প্রতিযোগিতার জন্য । এলোহা বাংলাদেশ এর স্টুডেন্টদের ওর্য়াল্ড কমপিটিশন । বাংলাদেশ থেকে বাছাইকৃত ও অন্যান্য দেশের বাচ্চাদের অংক প্রতিযোগিতা ।

যথাসময়ে সব ভিসা টিকিট অন্যান্য সব সম্পন্ন হয়ে গেল । বাংলাদেশ থেকে স্টুডেন্ট ও অভিভাবক মিলে প্রায় ৫০/৫৫ জনের মতো বিশাল বাহিনী । ট্রাভেল এজেন্সি সব ব্যাবস্থা করে দিয়েছে বলে আমাদের অতটা ঝামেলা পোহাতে হয়নি । রাত ১১ টায় এয়ারপোর্টে পৌছে দেখি আমাদের গ্রুপের মোটামুটি সবাই চলে এসেছে ।



রাত ২ টায় ফ্লাইট । পিচ্চিগুলা সব একসাথে দৌডাদৌড়ি শুরু করে দিল কখন প্লেনে উঠবে । প্লেন কিভাবে আকাশে উড়বে । এগুলা নিয়ে ওরা নিজেরা নিজেরা আলোচনা করছে । অনেকক্ষন অপেক্ষার পর প্লেনে যাবার ডাক পড়ল । চোখে ঘুম চলে আসছে বাচ্চা গুলোর । একটা মিনি বাসে করে আমাদের প্লেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল । আমার ছোট টা বাসে উঠেই চিৎকার শুরু করে দিল ।

- আমি প্লেন দিয়া মালয়েশিয়া যাবো । বাসে করে যাবো না ................।:((:((:((:((

- বাস দিয়া যাবো না .......।

বাস শুদ্ধ সবাই হাসছে । কিছুতেই বোঝানো যাচ্ছেনা তাকে যে আমরা প্লেনে করেই মালয়েশিয়া যাবো । অবশেষে প্লেন দেখার পর সে শান্ত হলো । ভিতরে ঢুকে তো মহা খুশি । খুশির চোটে পাচ মিনিট পরেই ঘুমিয়ে গেল ।

রাতের বেলা প্লেন ঢাকার কোন কোনা দিয়া যে গেল কিছুই দেখা গেল না । আমরাও মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমিয়ে গেলাম । কতক্ষন পর ঘুম ভাংল জানি না তবে জানালা দিয়ে নিচের দৃশ্য দেখা যাচ্ছে । লম্বা একটা নদী , ছোট ছোট আলোকিত শহর , আবার ঘন সবুজ গাছপালা , মনে হয় ঔ গুলা জংগল । সবে মাএ ভোর হচ্ছে । দেখতে দেখতে এয়ারপোর্টে পৌছে গেলাম । ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে । মনটাই খারাপ হয়ে গেল । এলাম কিনা বৃষ্টির দিনে !!



যখন জানলাম এখানে প্রতিদিনই বৃষ্টি হয় কিন্তু বেশিক্ষন থাকে না । একটু পরে ই আবার ঝলমল করে রোদ উঠে । যাক বাবা বাচলাম ।:P :P:P

ঝকঝকে এয়ারপোর্টের সব আনুষ্ঠিকতা শেষ করে যার যার লাগেজ নিয়ে বের হলাম । আমাদের হোটেলে নিয়ে যাবার জন্য বাস ও গাইড সামনেই পাওয়া গেল । সবাই খুব ফুরফুরে মেজাজে গল্প করতে করতে বাসে চড়ে হোটেল এর উদ্দেশে রওয়ানা হলো ।

মসৃন রাস্তা দিয়ে চলতে চলতে যখন চারপাশের সাজানো গাছপালা অবাক হয়ে দেখছি আর নিজেদের দেশের কথা ভাবছি । কি ভাবলাম থাক সেটা আর নাই বা বললাম ।/:)



বাস চলছে ......। গাইড মালয়েশিয়া সম্পর্কে বেসিক কিছু ধারনা - ওদের রাষ্ট্র , প্রদেশ , পর্যটন , দেশের মানুষ কি রকম এগুলো বলে যাচ্ছে । শুনতে শুনতে পুএজায়া এসে বাস থামলো ।



লেকের ওপাড়ে মসজিদ





প্রাইম মিনিষ্টারের কার্যালয়



দর্শণীয় স্থাপনা , মনোমুগ্ধকর লেক , সূদুরে মসজিদ দেখার জন্য সময় দিল দশ মিনিট । দেখার চাইতে তখন পেটের মধ্যে তেলাপোকার দৌড়ানি বেশি করে লাগছিল । সবাই দেখি বাসে উঠে পড়ল তাড়াতাড়ি মানে সবার একই অবস্থা ।:P:P

বেলা দশটার দিকে হোটেলে পৌছলাম । হোটেল রেডিয়াস ইন্টারন্যাশনাল । হোটেলের বিশাল লবিতে কেউ দাড়িয়ে কেউ বসে যার যার রুমের চাবির জন্য অপেক্ষা করছি ।

কয়েকজন বিদেশি পর্যটক ও এলো হয়তো রুম বুকিং দিতে । ওদের সাথে দুজন তরুনী । কাউন্টারের সামনে দাড়িয়েই একটা কি করলো---- গায়ের ঢোলা গেন্জীটা খুলে ফেললো ! !তারপর লম্বা স্কার্ট - ঐ টাও খুললো । :-*:-*

ছোট একটা টপ আর হট প্যান্ট :P:P পড়ে দিব্যি হাত নাড়িয়ে চুল ঠিকঠাক করছে ।

আমাদের গ্রুপের সব ছেলে গুলার চোখ ঐ দিকে । আমরা যারা মেয়ে ছিলাম সবাই অগ্নি দৃষ্টিতে যার যার ঘরের লোকের চোখ ফলো করছি ।X((X((

আমাদের সাথে থাকা একটু বড় ক্লাসের বাচচা গুলো মিচকি মিচকি হাসি দিচ্ছে ।

মনে মনে দোয়া করছি -' আল্লাহ তুমি ঐ শয়তানী টারে তাড়াতাড়ি হোটেল থেকে বিদেয় কর '।



:P:P:P:P:P:P:P:P:P:P



চলবে -







মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭

হু-কেয়ারস বলেছেন: মজা পেলুম, অন্য রকম বর্ণনা। সামনে মনে হয় আরো মজা আছে। অপেক্ষায় থাকলাম..............;)

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭

নীল জোসনা বলেছেন: শিগগির ই পরের ঘটনা লিখবো ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২২

সাইদুল অপু বলেছেন: রসনা বিলাসের খাবার কেমন লাগলো সেটাত বললেন না!! :-)

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

নীল জোসনা বলেছেন: খাবার সম্পর্কে ও জানাবো । পরের পর্ব গুলোতে সাথে থাকবেন আশা করি ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নীল ভোমরা বলেছেন: কবে গেলেন মালয়েশিয়া?

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪

নীল জোসনা বলেছেন: কিছুদিন আগে যাওয়া হয়েছিল ।

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৪

নীল ভোমরা বলেছেন: পোস্টের বর্ণনা সুন্দর হয়েছে। লেখার হাত ইমপ্রুভিং! গুড!

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩২

নীল জোসনা বলেছেন: ধন্যবাদ ।
যাক টিউশন ক্লাস কাজে দিচ্ছে !!

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! দারুন লাগল আপনার লেখার বর্ননা! পরের পর্বের জন্য অপেক্ষা করছি। সাথে অবশ্যই ছবি দিবেন! ছবি ছাড়া ভ্রমন পোষ্ট পড়ে আনন্দ নাই।

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৭

নীল জোসনা বলেছেন: ভাইরে , ছবির কথা বইলা তো শখের ক্যামেরা চুরির কষ্ট টা বাড়িয়ে দিলেন ।

৬| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৯

ইমিনা বলেছেন: আল্লাহ তুমি ঐ শয়তানী টারে তাড়াতাড়ি হোটেল থেকে বিদেয় কর '।
...
হা হা হা ...
খুব মজা পেলাম। ছবি দিলে আরো ভালো লাগতো।
শুভকামনা রইলো।।

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪০

নীল জোসনা বলেছেন: আমার দোয়া কবুল হয় নাই । পরে আরও জ্বালাইছে বদমাইশটা । পরের পর্বে লিখবো সেগুলো ।

ভালো থাকবেন ।

৭| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, শয়তানীটার একটা ছবি দিলেতো আপনার এই পোস্টের হিট রাতারাতি বেড়ে যেত !!! :P :P :P B-)) B-)) B-)) B-)) :-B :-B :-B

যাহোক, পোস্ট খুব ভাল লাগল, মালয়শিয়া জায়গাটা আমার বড়ই প্রিয়। আর ইন্ডিয়া, নেপাল ছাড়া জীবনে উন্নত দেশ বলতে মালয়শিয়াতেই প্রথম গিয়েছিলাম আর ঠিক আপনার মত ভাবছিলাম যখন ট্যাক্সি দ্রুত গতিতে ছুটে চলছিল সুবিশাল হাইওয়ে দিয়ে... :| :|

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬

নীল জোসনা বলেছেন: হি..হি.হি .....
যা বললেল ।ঐ সময় হোটেল লবি ছেড়ে পালাতে পারলে বাচি ।আর আপনি ছবি দেয়ার কথা কথা বলছেন ।

৮| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পরের পর্বগুলোতে আশা করি অনেক ছবি পাব... :D

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

নীল জোসনা বলেছেন: নিশ্চয়ই ।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৬

তাহসিন মামা বলেছেন: ভালো হয়েছে। নেক্সট পোস্ট এর অপেক্ষায় রইলাম। পরের পর্বে আরও বেশি ছবি আশা করছি। শুভ কামনা রইল। :)

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮

নীল জোসনা বলেছেন: ধন্যবাদ , পরের পর্ব গুলোতে ও নিশ্চয়ই পাবো আপনাকে ।

১০| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার/

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩

নীল জোসনা বলেছেন:
ধন্যবাদ , ভালো থাকবেন ।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২

আমি ইহতিব বলেছেন: মালয়েশিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে নিজের দেশের জন্য আফসোসটা বেড়ে উঠে অনেক। মনের মধ্যে যেন আহা আহা করতে থাকে সব সময়।

ভালো লিখেছেন। সাথেই আছি।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

নীল জোসনা বলেছেন:
ভালো কথা বলেছেন । ওখানে প্রতিদিন বৃষ্টি হয় কিন্তু রাস্তায় একটু পানি জমতে ও দেখলাম না । ওদের পরিচ্ছন্নতা দেখলে নিজেদের জন্য খালি আফসোসই লাগে ।অথচ আমাদের ও আছে অনেক সুন্দর সুন্দর স্থাপনা ও গর্ব করার মতো অনেক কিছু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.