![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
১
মন কাড়া বেলী ..ফুল ।
২
থাই পাতা / লেমন গ্রাস
৩
থাই পাতার ঝোপ ঝাড়
৪
বেগুনী জারুল ফুল ......
৫
ডালিম গাছ
৬
ডালিমের ফুল ..।
৭
করমচা ...গাছ
৮
এই গাছের নাম .....? বলুন তো ..।
৯
গতবছর মেলা থেকে কেনা আমের চারা গাছে এত দিনে কচি আমের দেখা পাওয়া গেল ।
১০
সফেদা ছোট কিন্তু খেতে খুব মিষ্টি ....
১১
আমার খুব পছন্দের গাছ ( এরিকা পাম )
১২
ছোট বেলার খেলার স্মৃতি মাখা ফুল .......কত যে এই ফুল টা কানে গুজে ঘুরেছি ....
১৩
আরেকটা ......ফুল ....বাড়ির সামনে সারি করে দাদু মনি লাগাতেন এই গাছ টা ।
২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩৪
নীল জোসনা বলেছেন: অনেক ধন্যবাদ আপা ....।
আরও ছবি ছিলো কিন্তু আপলোড হচ্ছেনা ।
২| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে আপনার ছবি ব্লগটি।
ধন্যবাদ।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৪
নীল জোসনা বলেছেন: অনেক শুভেচ্ছা .............
দেশ প্রেমিক বাঙালী .......
৩| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৪১
নীল ভোমরা বলেছেন: সব আপনার বাসার বাগানের?! তাহলে-তো আপনি প্রকৃতির কাছাকাছি থাকেন সারাদিন!
২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
নীল জোসনা বলেছেন: বাগান বাড়ীর গাছ গুলা । সপ্তাহান্তে ছুটির দিনে ঘুরতে যাই । গাছ পালার সংগে সময় কিভাবে কাটে টের পাওয়া যায় না ।
ধন্যবাদ আপনাকে ।
৪| ১৮ ই জুন, ২০১৪ রাত ৮:২৬
একজন ঘূণপোকা বলেছেন: লেমন গ্রাস কখনো দেখি নাই।
৮ নাম্বার গাছের নামটা কি?? বলেন না তো??
কোথায় ছবিগুলো তুলেছেন।
পোস্ট ভালো লেগেছে
১৯ শে জুন, ২০১৪ রাত ১০:২২
নীল জোসনা বলেছেন: ব্লগে স্বাগতম ,,,,,,,,,,,,,,,,,,
লেমন গ্রাস/ থাই পাতার গাছ এবার তো দেখে নিলেন ।
৮ নং গাছ টা হলো দারুচিনি গাছ ।
ছবি গুলো আমাদের বাগান বাড়ির ।
অনেক ধন্যবাদ ..................।
৫| ০৩ রা জুলাই, ২০১৪ ভোর ৪:৫৬
একজন ঘূণপোকা বলেছেন:
খাইসে!!! আপনার বাগান বাড়ী??
দাওয়াত দিবেন কবে??? স্বচোক্ষে দেখতে চাই !!!
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ রাত ১২:৫৩
না পারভীন বলেছেন: খুব ভাল লাগলো ছবি ব্লগ। নাম এড করাতে বেশি ভাল লেগেছে।