নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই ও জানাতে চাই

নীল জোসনা

তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।

নীল জোসনা › বিস্তারিত পোস্টঃ

কামিনি ফুল......ছবিতে

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৭



ইট পাথরের জংগলে একটু সবুজের ছোয়া অনেক খানি দোলা দেয় আমাদের মনে । আমার ছোট্ট কামিনি ফুলের গাছটা যখন ফুলে ফুলে সাদা হয়ে গেলো খুশি ধরে রাখতে পারছি না ।

আধো আধো কলি গুলি ফোটার অপেক্ষায় ......







কাছ থেকে ফুলের কলি ..............







ফুটতে শুরু করেছে সবে..............







আরেকটু পরে.........







ফুলের ঘ্রান ছড়িয়ে পড়েছে চারিদিকে ............







সকাল টা আরও শুভ্র হলো ..............







ভ্রমরের আনাগোনা কিন্তু একটারেও ক্যামেরার সামনে পোজ দিতে রাজি করাতে পারলাম না







প্রজাপতি ও আছে ......আফসোস ...দেখাতে পারতেছি না ...







সবাই কে কামিনি ফুলের শুভেচ্ছা ............

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১

নীল-দর্পণ বলেছেন: আমার মনে হয় মাতাল হওয়া অবস্থা হয় কামিনীর ঘ্রানে। এত্ত চমৎকার লাগে ফুল টা :D

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

নীল জোসনা বলেছেন: একদম ঠিক বলেছো নীলু ............এত্ত সুঘ্রান .....সারা বাড়ি ম.ম...করছে ।

আমি নিজেই আধা পাগল হয়ে গেছি । হি..হি.......হি...

২| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:০৩

নীল জোসনা বলেছেন: অনেক ধন্যবাদ ..............

৩| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সুন্দর...আপনার জন্যও ফুলেল শুভেচ্ছা... :)

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:০৯

নীল জোসনা বলেছেন: অনেক ধন্যবাদ ..........

৪| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৮

মুদ্‌দাকির বলেছেন: ঘ্রাণটা পোষ্ট করতে পারলে ভালো হত

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:১২

নীল জোসনা বলেছেন: ভালোই ........হতো ............।

৫| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯

মুদ্‌দাকির বলেছেন: ঘ্রাণটা পোষ্ট করতে পারলে ভালো হত

৬| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫২

ইমিনা বলেছেন: আমার খুব খুব প্রিয় এই কামিনি ফুল :) :)

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৩

নীল জোসনা বলেছেন: আমারও বেশ ভালো..লাগে .........।

৭| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

পংবাড়ী বলেছেন: আপনাদের ফুল, আপনাদের গাড়ী, আপনাদের ইউনিভার্সিটির গল্প শোনার জন্যই তো আমরা বস্তীবাসিরা অপেক্ষায় আছি।

০৯ ই জুন, ২০১৪ রাত ৯:৫২

নীল জোসনা বলেছেন: সব কিছুর উপর এতো বিরক্ত কেনো আপনি ....?

এতটা হতাশাগ্রস্থ............কিসের জন্য ?

কারো পোষ্ট ভালো না লাগলে দয়া করে হাউকাউ কইরেন না ...........

৮| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

নীল ভোমরা বলেছেন: কামিনী ফুল ভালা পাই!

০৯ ই জুন, ২০১৪ রাত ৯:৫৬

নীল জোসনা বলেছেন: অনেক দিন ......পর ......

ভালো আছেন তো .......

ফুলটা সত্যিই অনেক সুন্দর ......।

৯| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮

নীল ভোমরা বলেছেন:
''একই পোস্ট পড়তে পড়তে মুখস্ত হয়ে গেল ......।

নতুন কিছু পড়তে চাই ।

ভালো থাকবেন নিরন্তর ।''

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

নীল জোসনা বলেছেন: দুঃখিত .............।
আসলে ব্লগে সময় দিতে পারিনি । এটা জেনে ভালো লাগছে যে , আমার পুরোনো পোষ্ট পড়তে পড়তে মুখস্ত করে ফেলেছেন ।
আপনিও ভালো থাকুন ..... সব সময় ........

১০| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮

নীল জোসনা বলেছেন: অনেক ধন্যবাদ ................।

১১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রণজিৎ দাশের কবিতায় কামিনীফুল পড়তে গিয়ে মনে হত, এই ফুল চেনা।
আপনার পোস্ট মনে করিয়ে দিলো, সত্যিই চিনি :)

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪

নীল জোসনা বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য ................

ভালো থাকবেন ..............

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪

নীল জোসনা বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য ................

ভালো থাকবেন ..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.