![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
প্রায় তিন বছর আগের কথা ..........।
বিদেশি ফল ড্রাগন আমাদের দেশে অতটা জনপ্রিয় না হলেও দেশের অনেক জায়গাতেই এর চাষ হচ্ছে । টবেও চাষ করা যায় । এটা শুনে আমি ড্রাগন ফলের চারা খুজতে শুরু করলাম । অনেক নার্সারি ঘুরে না পেয়ে বৃক্ষ মেলার ষ্টল থেকে দুটো চারা কিনে টবে লাগালাম ।
কিছুদিন পর একটা চারা মরে গেল । আরেকটা কোন রকমে টিকে রইল । যত্ন আত্তি করতে করতে চারাটা সবল হয়ে উঠল । ডালপালা গজিয়ে বেশ বড় সড় হলো কিন্তু বছর গড়িয়ে যায় ফুল / ফলের নাম গন্ধ নাই ।
হঠাৎ একটা ডালে ছোট্ট কুড়ি দেখা গেল । কয়েক দিনেই বেশ বড় হয়ে গেল কুড়িটা ।
নাহ এই ফুল টা ফুটে নাই । কদিন পরেই দেখি কেন যেন হলুদ হয়ে কুড়িটা ঝরে গেল ।
মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল ।
মাস খানেক পর আবার ফুলের কুড়ি দেখতে পেলাম ।
কারো নজর যেন না লাগে তার জন্য ফুলের পাশে কালো পাতিল রাখছি .....
রাতের বেলা ফুলটা ফুটতে শুরু করছে মাএ ............।
আহা কি আনন্দ আকাশে বাতাসে ..........
সারা রাত কিছুক্ষন পর পর ফুলটারে দেখে আসছি । মন টা আবার খারাপ হয়ে যাচ্ছে এই ভেবে সকাল হতেই এত সুন্দর ফুলটা চুপসে যাবে । ..........
আবার অপেক্ষা.................
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০০
নীল জোসনা বলেছেন: ধন্যবাদ...............
হালকা মিষ্টি সুবাস .............. ফুলের কাছে গেলে পাওয়া যায় ।
ভালো থাকবেন ।
২| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
আলম 1 বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭
নীল জোসনা বলেছেন: সুন্দর পোষ্টে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফুলটা হয়তো ঝরে যাবে কিন্তু আপনার জন্য ফল অপেক্ষা করছে। আল্লাহ ফলটাকে তাজা আর সু-স্বাস্থ্যবান বানিয়ে আপনার টবে ঝোলাক সেই কামনাই রইল।
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮
নীল জোসনা বলেছেন: আল্লাহ আপনার মনোকামনা পুরন করুক । আমিন ।
ভালো থাকবেন , এই কামনা করি ।
৪| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৫
অর্বাচীন পথিক বলেছেন: খুব সুন্দর পোস্ট। আমি গাছ-পালা খুব পছন্দ করি যদি ও আমার এই ফল গাছ টা নেই। আশাই থাকবো এর পরে আবার পোস্ট পাব। ফল স্থায়ী হবার পর থেকে পাঁকা পর্যন্ত।
ভাল থাকবেন।
৫| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫
নীল জোসনা বলেছেন: অনেক ধন্যবাদ , আরবাচীন পথিক ।
এখন তো প্রায় নার্সারীতেই এর চারা পাওয়া যায় । লাগিয়ে নিন বিশেষ কোন যত্নই করা লাগে না ।
শুভ কামনা ......।
৬| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ড্রাগন ফুলের আয়ু তবে এক রাত্তির?
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
নীল ভোমরা বলেছেন: খুব সুন্দর ফুল! সুবাস আছে?