| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল জোসনা
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
প্রায় তিন বছর আগের কথা ..........।
বিদেশি ফল ড্রাগন আমাদের দেশে অতটা জনপ্রিয় না হলেও দেশের অনেক জায়গাতেই এর চাষ হচ্ছে । টবেও চাষ করা যায় । এটা শুনে আমি ড্রাগন ফলের চারা খুজতে শুরু করলাম । অনেক নার্সারি ঘুরে না পেয়ে বৃক্ষ মেলার ষ্টল থেকে দুটো চারা কিনে টবে লাগালাম ।
কিছুদিন পর একটা চারা মরে গেল । আরেকটা কোন রকমে টিকে রইল । যত্ন আত্তি করতে করতে চারাটা সবল হয়ে উঠল । ডালপালা গজিয়ে বেশ বড় সড় হলো কিন্তু বছর গড়িয়ে যায় ফুল / ফলের নাম গন্ধ নাই ।
হঠাৎ একটা ডালে ছোট্ট কুড়ি দেখা গেল । কয়েক দিনেই বেশ বড় হয়ে গেল কুড়িটা ।

নাহ এই ফুল টা ফুটে নাই । কদিন পরেই দেখি কেন যেন হলুদ হয়ে কুড়িটা ঝরে গেল ।
মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । ![]()
![]()
![]()
![]()
মাস খানেক পর আবার ফুলের কুড়ি দেখতে পেলাম ।

কারো নজর যেন না লাগে তার জন্য ফুলের পাশে কালো পাতিল রাখছি .....![]()
![]()
![]()
![]()
![]()
![]()

রাতের বেলা ফুলটা ফুটতে শুরু করছে মাএ ............।![]()
![]()

আহা কি আনন্দ আকাশে বাতাসে ..........![]()
![]()
![]()
![]()
সারা রাত কিছুক্ষন পর পর ফুলটারে দেখে আসছি । মন টা আবার খারাপ হয়ে যাচ্ছে এই ভেবে সকাল হতেই এত সুন্দর ফুলটা চুপসে যাবে । ..........![]()
![]()
![]()
আবার অপেক্ষা.................
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০০
নীল জোসনা বলেছেন: ধন্যবাদ...............
হালকা মিষ্টি সুবাস .............. ফুলের কাছে গেলে পাওয়া যায় ।
ভালো থাকবেন ।
২|
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
আলম 1 বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭
নীল জোসনা বলেছেন: সুন্দর পোষ্টে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ।
৩|
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফুলটা হয়তো ঝরে যাবে কিন্তু আপনার জন্য ফল অপেক্ষা করছে। আল্লাহ ফলটাকে তাজা আর সু-স্বাস্থ্যবান বানিয়ে আপনার টবে ঝোলাক সেই কামনাই রইল।
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮
নীল জোসনা বলেছেন: আল্লাহ আপনার মনোকামনা পুরন করুক । আমিন ।
ভালো থাকবেন , এই কামনা করি ।
৪|
১২ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৫
অর্বাচীন পথিক বলেছেন: খুব সুন্দর পোস্ট। আমি গাছ-পালা খুব পছন্দ করি যদি ও আমার এই ফল গাছ টা নেই। আশাই থাকবো এর পরে আবার পোস্ট পাব। ফল স্থায়ী হবার পর থেকে পাঁকা পর্যন্ত।
ভাল থাকবেন।
৫|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫
নীল জোসনা বলেছেন: অনেক ধন্যবাদ , আরবাচীন পথিক ।
এখন তো প্রায় নার্সারীতেই এর চারা পাওয়া যায় । লাগিয়ে নিন বিশেষ কোন যত্নই করা লাগে না ।
শুভ কামনা ......।
৬|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ড্রাগন ফুলের আয়ু তবে এক রাত্তির?
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
নীল ভোমরা বলেছেন: খুব সুন্দর ফুল! সুবাস আছে?