![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
কক্সবাজার বেড়ানোর জন্য দারুন একটা জায়গা । যারাই সেখানে বেড়াতে যান বেশিরভাগ মানুষ সমুদ্র তীরে নানান কায়দায় ছবি তোলেন ।সুর্য অস্ত যাবার সময় সুর্যটাকে মাথার উপরে , হাতের উপরে , ডানে বায়ে নানা রকম পোজে ছবি তোলেন । আরও কত রকম পোজে ছবি তোলা যেতে পারে আজ সেরকমই কিছু ছবি সবাই কে দেখাবো ।
হাতের নাগালে সুর্য মামা
বিদ্যুৎ বিহীন বাল্ব
ফুলের মাঝে সুর্য অথবা সুর্যের মাঝে ফুলের অস্তিত্ব
সুর্য সাইকেল.....
হাতের বাধনে লাল টুকটুকে সুর্য খানি
সুর্য মামা ও কিন্তু বাস্কেট বল খেলে
দুরন্ত শৈশব সুর্য ছোবার প্রচেস্ঠা
এত বড় সুর্যটা একেবারে হাতের নাগালে
কেমন লাগলো ছবি গুলো জানাতে ভুলবেন না
ছবি - ইন্টারনেট
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫
নীল জোসনা বলেছেন: ধন্যবাদ...............।
শুভকামনা আপনার জন্য .....
২| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২
ইমিনা বলেছেন: প্রতিটা ছবিই অসাধারন।
প্রাতটা ছবিতেই ভালোলাগা।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩
নীল জোসনা বলেছেন: ধন্যবাদ , ইমিনা......
ছবিগুলো তোমার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে ।
ভালো থেকো ............
৩| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৮
নীল ভোমরা বলেছেন: সুন্দর!
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১
নীল জোসনা বলেছেন: ধন্যবাদ.........
এরপর কক্সবাজার গেলে সুর্যের সংগে ফোটো সেশন করে সেই ছবি পোষ্ট করবেন । ছবি তোলার আইডিয়া কিন্তু দিয়ে দিলাম ।
ভালো থাকবেন ।
৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩২
নীল ভোমরা বলেছেন: আপনার উপদেশ মনে থাকবে!...প্রতি বছর-ই যাই!...এবার গেলে চেষ্টা করবো! শুভ কামনা!
২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
নীল জোসনা বলেছেন: কি যে বলেন !
উপদেশ নয় অনুরোধ ..... রক্ষা করলে খুব খুশি হবো ।
৫| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৬
আরজু পনি বলেছেন:
দারুন সংগ্রহ ।
শেয়ার করার জন্যে অবশ্যই ধন্যবাদ ।।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০
নীল জোসনা বলেছেন: আপনাকে শুভেচ্ছা পোষ্টে মন্তব্য করার জন্য ।
ভালো থাকবেন আপু ।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুয়েকটা চেনা ভঙ্গিমা। বাকি গুলো পুরোই মাথা ঘুরিয়ে দিল। কি সুন্দর !
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩
শায়মা বলেছেন: খুবই সুন্দর!!!!!!!!
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: কিছু পুরনো, কিছু অভিনব স্টাইল। ভালই লাগলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +