নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রনি

দ্বিধা

আমি মানুষ না...আমি ক্রেজি ফ্রগ...

দ্বিধা › বিস্তারিত পোস্টঃ

তোমার ঠোটের কোনে একটুখানি হাসিটাও

১৫ ই মে, ২০০৮ রাত ২:০৯

আমার সবকটি প্রিয় কবিতা তোমাকে দিয়েছি,

আমার কাছে এখন আর কোন কবিতা নেই -

তাই তোমাকে ভেবে পার করেছি এই মূহুর্তগুলো ।



তুমি কি কখনও খুব কনকনে নদীতে পা ডুবিয়েছ,

অথবা দেখেছ খুব ভোরে কমলা সূর্যকে –

অথবা হেঁটেছ কি ভোরের শিশির ভেজা ঘাসে,

মাথায় সূর্য নিয়ে লম্বা মেঠো পথ হেঁটে খেয়েছ কখনও এক মুঠো ঠান্ডা পানি ?



হয়তবা বলবে সবই আমার কল্পনা,

তোমার চোখে যা যা দেখেছি আমি সবই –

তোমার ঠোটের কোনে একটুখানি হাসিটাও ।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-১

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০০৮ রাত ২:২৮

পলাশমিঞা বলেছেন: দারুন প্রেমটা জবর নিদারুন। খামোখা কান্দায় :(

১৫ ই মে, ২০০৮ সকাল ১০:২৫

দ্বিধা বলেছেন: আরে ধুর...সবই কল্পনা...মানুষ আসলে কল্পনাবিলাসী... B-)
সো, যেই জিনিসই নাই, তার লাগ্যা কন্দনের কিছু নাই... ;)

২| ১৫ ই মে, ২০০৮ রাত ৩:০২

সঞ্জিব বলেছেন: ইস শিশিরের কথা মনে করাইয়া দিলেন এই গরমের দিনে ?

১৫ ই মে, ২০০৮ সকাল ১০:২৭

দ্বিধা বলেছেন: হ, আমারও দুই ফ্রেন্ডের নাম শিশির... ;)

৩| ১৫ ই মে, ২০০৮ ভোর ৪:৫১

রাশেদ বলেছেন: আহা! তোমার হাসিও আমার! :)

ভালো লাগছে।

১৫ ই মে, ২০০৮ সকাল ১০:২৩

দ্বিধা বলেছেন: ড়াশুভাই, আপ্নারে এত কম দেহি কেন ?...শরীর-মন ভালা তো ?...
যাহোক, তাও তো পড়সেন...

৪| ১৫ ই মে, ২০০৮ ভোর ৫:০৬

কানু বলেছেন: কনকনে নদী এইটা আবার কি?

১৫ ই মে, ২০০৮ সকাল ১০:২০

দ্বিধা বলেছেন: ঠান্ডা পানির নদীরে ভাই । আমি এত্ত চিন্তা কইরা লিখি না, যা মনে আসে লিখে ফেলি... B-)
তাই, অনেক ভুলই থাকতে পারে...
তাই, ওগুলো আসলে চোখ বন্ধ করতে হবে, আর না বন্ধ করতে পারলে আর কি, ধরায় দিবেন, আমি তখন এইডাই কপি পেস্ট কইরা আবার লিখুম... ;)
পড়ছেন, তার লাগ্যা ধন্যবাদ...

৫| ১৫ ই মে, ২০০৮ সকাল ১০:৩৩

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: জটিল...ভাল লাগসে...

৬| ১৫ ই মে, ২০০৮ সকাল ১০:৪২

দ্বিধা বলেছেন: কছ কি ?... :-*

৭| ১৫ ই মে, ২০০৮ বিকাল ৪:৩০

রাশেদ বলেছেন: আমি লৌড়ের উরপে! /:)

১৫ ই মে, ২০০৮ বিকাল ৫:১৪

দ্বিধা বলেছেন: কেন, কিতা হইছে ?...

৮| ২২ শে মে, ২০০৮ ভোর ৬:১৭

রাশেদ বলেছেন: পড়ালেখার চাপ বাড়ছে। :)

৯| ২৩ শে মে, ২০০৮ বিকাল ৫:২৪

প্রণব আচার্য্য বলেছেন: ভালো লাগলো

৩১ শে মে, ২০০৮ রাত ৯:০২

দ্বিধা বলেছেন: ধন্যবাদ প্রণবদা...

১০| ২৩ শে মে, ২০০৮ বিকাল ৫:৩৯

কালপুরুষ বলেছেন: ভাল লিখেছেন।

৩১ শে মে, ২০০৮ রাত ৯:০৩

দ্বিধা বলেছেন: ধন্যবাদ কালুদা...

১১| ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৬

স্বাপ্নিক বলেছেন: ব্যাটা ফাজিল! মাসে একটা করে লিখলে চলব?
লেখা ভাল লাগছে...

২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:১৩

দ্বিধা বলেছেন: ব্যাটা, মাসে একবারই পূর্ণিমা হয়...সো, একবারই ভাব আসে... ;)

১২| ৩০ শে মে, ২০০৮ রাত ১০:৩৯

রাশেদ বলেছেন: হেল্লঊঊঊঊঊ!

৩০ শে মে, ২০০৮ রাত ১১:৪৯

দ্বিধা বলেছেন: হাইইইইইইইইইইইই...

১৩| ৩১ শে মে, ২০০৮ রাত ৮:৫৮

উত্তরাধিকার বলেছেন: +
মিষ্টি ভাবনা - সুন্দর প্রকাশ।

আপনাকে শুভেচ্ছা রনি।

৩১ শে মে, ২০০৮ রাত ৯:০০

দ্বিধা বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার...

১৪| ৩১ শে মে, ২০০৮ রাত ১১:৫৭

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আহারে ! অম্ল মধুর প্রেম :) । কোবতে খুবই ভালো লাগছে ।

০১ লা জুন, ২০০৮ রাত ১২:০৫

দ্বিধা বলেছেন: শিপনভাইয়ের আগমন, ছুবেচ্ছা ছাগতম... :D

১৫| ১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ভাল এক;টা কবিতা পরলাম ।

১৬| ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

আহমেদ রাকিব বলেছেন: আসলেই অনেক ভাল্লাগছে। রনি তোর এই রকম লেখা আরো না দেয়ার তীব্র প্রতিবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.