![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানি লিওন ঢাকায় আসবেন পুরানো খবর। উনাকে যারা আনছেন তারা সরকারের তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রনালয়ের যথাযথ অনুমতি নিয়েই অনুস্টানের জন্য আমন্ত্রন জানিয়েছেন ।
তাহলে তাকে নিয়ে হেফাজত ইসলামের কিংবা কিছু মানুষের এতো বিরোধীতা কেন ? সানি লিওন তো এদেশে অবৈধভাবে প্রবেশ করছেন না । অনুস্টানের জন্য যথাযথ অনুমতি ও ভিসা নিয়ে আসছেন ।
তার বিরুদ্ধে অভিযোগ কি ?
তিনি খোলামেলা ,স্বল্পবসনা হয়ে অভিনয় করেছেন । কিংবা পর্ণোগ্রাফিতে অভিনয় করেছেন । এইটাই যদি তার এদেশে আসার পথে দোষনীয় হয় , তবে আমাদের দেশের মাদ্রাসার হুজুরদের দ্বারা শিশু-কিশোররা যখন বলৎকারের শিকার হচ্ছেন , তখন এইসব মোল্লারা থাকেন কোথায় ? তখন তারা কেন কথা বলেন না ?
ঠিক আছে সানি লিওন পর্নোস্টার । এই হুজুররা কি তার পর্নোগ্রাফি দেখে তারপর বিরোধীতায় নেমেছেন ? নাকি লোকমুখে শুনেছেন সানি খারাপ ?
এইসব ফালতু হৈচৈ করে হেফাজত আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে । সাধু সময় থাকতে সাবধান ।
©somewhere in net ltd.