নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ায় হচ্ছেটা কি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৮



মিডিয়ায় কাজ করতে এসে হরেক রকম মানুষ দেখলাম । অনেক বর্নচোরা মানুষ দেখি দিনে একরকম রাতে আরেক রকম । এদের অভিনয় প্রতিভা যে কোনো পেশাদার শিল্পীকেও হার মানায় । এরা নিজ স্বার্থ উদ্ধারে কুকুরের পা চাটতেও কুন্ঠাবোধ করে না । কিন্তু কথা বলার সময় এরা নিজকে আপোষহীন , মিডিয়াবান্ধব বলে জাহির করেন ।এই ডাবল স্টান্ডার্ড সংখ্যাটি দিনকে দিন বেড়েই চলেছে ।
আরেক ধরনের মানুষ আছেন শিল্পী নামধারী মডেল ! যাদের আল্লাহ প্রদত্ত প্রতিভা বলে কিছু নেই । কিন্তু তারা সমাজে শিল্পী নাম ভাংগিয়ে চলেন ! পোষাক আশাকে যেমন উগ্রতা তেমনি অর্ধ উলংগ হতে তাদের কোনো লাজ শরমের বালা নেই ।
আমার ক্ষুদ্র জ্ঞান , দেখার অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত কোনো সুঅভিনেত্রীকে চরিত্রের প্রয়োজন ছাড়া খালি ব্লাউজে অভিনয় করতে দেখিনি , অর্ধ উলংগতো দুরের কথা । বুঝি না কেনো আজকালকার তথাকথিত মডেল বা শিল্পী নামধারীকে অর্ধউলংগ ছবি ফেসবুকে পোস্ট করতে হবে ?
এরা কি সত্যি মিডিয়ায় কাজ করতে এসেছেন ? নাকি নিজের শরীর প্রদর্শনের জন্য এসেছেন ? এই সব কথিত শিল্পী নামধারীদের সংখ্যাটি আশংকাজনক হারে বাড়ছে । আবার কিছু পুরুষ আছেন মিডিয়ার "ম " বুঝে না কিন্তু ডিরেক্টর সেজে বসেছেন। এরা সব জায়্গায় বলে বেড়ান ' 'আমি ডিরেক্টর ! ' এই বদমায়েশগুলি নাটক , সিনেমা বানানোর নামে নারীকে প্রলুব্দ্ধ করে সর্বনাশা খেলায় মেতেছে । এদের পিছনে কিছু মুর্খ , অর্ধশিক্ষিত আলু পটলের ব্যব্সায়ী নগদ অর্থ নিয়ে প্রযোজনার ব্যবসায় নেমেছে ।
আজ এই ত্রি চক্রই মিডিয়ার বারোটা বাজিয়ে ছাড়ছে ।
এদের হাত থেকে কবে যে আমাদের মিডিয়া পরিত্রান পাবে !

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার কিছু পুরুষ আছেন মিডিয়ার "ম " বুঝে না কিন্তু ডিরেক্টর সেজে বসেছেন। এরা সব জায়্গায় বলে বেড়ান ' 'আমি ডিরেক্টর ! ' এই বদমায়েশগুলি নাটক , সিনেমা বানানোর নামে নারীকে প্রলুব্দ্ধ করে সর্বনাশা খেলায় মেতেছে । এদের পিছনে কিছু মুর্খ , অর্ধশিক্ষিত আলু পটলের ব্যব্সায়ী নগদ অর্থ নিয়ে প্রযোজনার ব্যবসায় নেমেছে ।
আমার ক্লাসফ্রেন্ড এক প্রচন্ড ধূরন্দর এবং ইসলাম বিদ্বেষী ডিরেক্টর আছে,মেরিল প্রথম আলো সেরা নির্মাতা পুরস্কার পেয়েছে একাধিকবার,আজকাল ওপারের শিল্পিদের নিয়ে সমানে ফিল্ম বানিয়ে যাচ্ছে-শুনেছি তার প্রধাণ ব্যবসা হলো ......সাপ্লাই!!!
আর তার অফিস সারাদিন গমগম করে মডেল স্বপ্নবিলাসী(উচ্চবিলাসী) তরুণীদের ভীড়ে!!!

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: এথেকে বেরিয়ে আসার কোন উপায় নাই

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: আপনার ফেসবুক আইডি টা দেয়া যাবে??

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাই ধন্যবাদ আপনাকে।
আচ্ছা ভাই, এদের পাপগুলোর বিরুদ্ধাচারণ না করলে আমাদের উপর প্রভাবতো পড়বেই, আরো কিছু পড়ে কি না?

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭

ভৌতিক রসায়নবিদ বলেছেন: সবার চাওয়াকে প্রাধান্য দেয়া উচিৎ|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.