![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্ষনিকের পাওয়া অবসর
হাবিজাবি একে কাটাই প্রহর !
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
এমএইচ রনি১৯৭১ বলেছেন: না ভাই পড়ে নাই। আমার কাছে ফিগার ড্রইং একটা সাবজেক্ট।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
-সাইরাস বলেছেন: পোলাপান সব নষ্ট হয়ে যাচ্ছে । ব্লগে একজন ঘটক দরকার।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
এমএইচ রনি১৯৭১ বলেছেন: ব্লগ হচ্ছে স্বাধীন মত প্রকাশের প্লাটফর্ম। ঘটক দিয়ে কি করবেন?
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
দিশেহারা আমি বলেছেন: THE NAKED LADY
বুইড়া কালে ভীমরতি
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
এমএইচ রনি১৯৭১ বলেছেন: আমার যদি বুইড়াকালের ভীমরতি হয়, তাহলে ভাই আপনার এখন কি লুকাইয়া লুকাইয়া এসব পর্নো দেখার কাল চলছে?
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
খালিদ১৪ বলেছেন: porno
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
এমএইচ রনি১৯৭১ বলেছেন: এই পর্নোই তো আবার দেখছেন। শিল্প ভাবতে কেন পারছেন না?
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: ছবি আঁকার জন্য আপনার হাত বেশ ভালো, সেটা প্রশংসনীয়! কিন্তু এগুলো না একে কি অন্য কিছু আকা যেত না! তাছাড়া চলছে বিজয়ের ডিসেম্বর মাস চাইলের সেটা নিয়ে আঁকতে পারতেন!! কিংবা গ্রাম বাংলার কোন দৃশ্য আঁকতে পারতেন!
যাই হোক, কি আঁকবেন বা কি আঁকবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়! শুধুমাত্র একটু বললাম আর কি! এটাও চটির কোন অংশে কম নয়! তবে যা কিছু আমরা করি সব মনের ইচ্ছের উপর নির্ভর করে করি, আপনার মন যে অবসরে চটি হাবিজাবি নিয়ে ভাবে সেটা কিন্তু মিথ্যা বলতে পারবেন না!
ভালো থাকবেন,
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
এমএইচ রনি১৯৭১ বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
আমি ভাল আকতে পারি না, প্রাতিস্টানিক শিক্ষা নেই।তাই প্রশংসা আমার জন্য নয়।
এগুলিকে চটি বলেছেন। তাহলে তো বিশ্বের সব সেরা চিত্রকর্মই অশ্লীল ও চটি।
আমি ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের সব বড় বড় নামী আর্ট মিউজিয়ামে ঘুরেছি , সব সেরা শিল্পীদের সেরা কাজগুলি দেখার সুযোগ হয়েছে। কিন্তু সেগুলির নব্বই ভাগই খোলামেলা নারী ও পুরুষের শরীরের ছবি। কোন কোন ছবিতে মিথুনক্রিয়া আছে। এগুলি কি অশ্লীলতার দায়ে নিষিদ্ধ?
ভাই, ছোট মানুষ। শ্লীল, অশ্লীল বুঝি না। শিল্পটা বোঝার চেস্টা করি। আতলামি করি না।
আপনার কমেন্টের জন্য আবারো ধন্যবাদ।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
নিঃসঙ্গ নীল নিসর্গ বলেছেন: আপনার পোস্টে যারা কমেন্ট করেছে তাদের মধ্যে অদ্ভুত মিল দেখলাম-সবাই আপনার সাব্জেক্ট কে কাঠগড়ায় তুলেছে। আসলে এতে দোশের কিছু নাই, কারন প্রত্যেকেই আমরা নির্দিস্ট সামাজিক গন্ডির মধ্যে বেড়ে উঠি এবং তার মাঝেই থাকতে কম্ফোরট ফিল করি ওবং সেইরকম ভাবেই প্রতিক্রিয়া দেখাই। গোপনে, মনের গহীনে যত শয়তানি-নস্টামি যাই থাকুক, প্রকাশ্যে সাধু সেজে থাক্তেই হবে- নাহলে, ছিঃ ছিঃ লোকে কি বলবে?
আপনি যেসব আরটিস্ট দের রেফারেন্স দিয়েছেন, তারা যখন ওই শিল্প-কর্ম গুলি বানিয়েছিল খোঁজ নিয়ে দেখেন তাদেরকেও সমকালীন লোকজন অনেক কথা সুনিয়েছে। কিন্তু অমরত্ব লাভের পথে ঐ বিষ বাক্য বাধা হতে পারেনি।
একজন শিল্পী কখনো সমাজের লোকের কথায় প্রভাবিত হয়না, সামাজিক চির চেনা গন্ডির বাইরে ভাবতে পারে বলেই এবং সেই ভাবনাকে বাস্তবে কোন মাধ্যমে (চিত্র-কবিতা-গান-সুর-নৃত্য ইত্যাদি) প্রকাশ করতে পারে বলেই সাধারন মানুষ তাদের ভিন্নভাবে দেখে- কখনো নিন্দা করে, কখনো প্রশংসা করে। Keep it up
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
আরণ্যক রাখাল বলেছেন: বাহ! সুন্দর আঁকেন তো আপনি
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: কিছু কিছু কমেন্ট পড়ে হাসছি| আমার মনে হয় না এরা বড় কোন শিল্পির কাজ দেখেছে| অন্য দেশের কথা বলছি না, শাহাবুদ্দিনই ন্যুড অনেক এঁকেছেন
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সত্যি বলতে কি, শ্লীল আর অশ্লীল একটা আপেক্ষিক বিষয়।
একটি ৫/৬ বছরের শিশু যখন বলে "আমি হাগু দেব" আমরা কেউ অবাক হই না ।
কিন্তু একজন প্রাপ্ত বয়স্ক মানুষ যদি বলেন তো আমরা ভাবব ঊনার মাথা খারাপ হয়ে গেছে ।
উন্নত বিশ্বে প্রাপ্ত বয়স্কদের জন্য অনেক ছবি তৈরী হয় এটি একটি শিল্প ।
স্থান কাল পাত্র ভেদে অনেক অশ্লীল বিষয় ও শ্লীল মনে হয়।
অশ্লীল শব্দটি সব চাইতে বেশি ব্যবহার নারীদের পেছনেই হয়।
যেন নারীরাই সব অশ্লীলতার প্রতীক। একটা ছেলে যখন শর্ট প্যান্ট অথবা
স্যান্ডো গেন্জি অথবা খালি গায়ে রাস্তায় ঘুরে বেড়ায় তখন কি
একটি মেয়ের মনে হতে পারে না ছেলেটা শালীন কাপড় পরে নি ।
এবং মেয়েটা যদি চোখ দিয়ে তাকে কামনা করে অথবা
যদি বলে “যাইবি নাকি”? তখন পুরুষ জাতীর কি শ্লীলতা হানি হবে ?
পৃথিবীতে যত বিখ্যাত চিত্রশিল্পী নমস্য হয়ে আছেন তারা তাদের
চিত্রকর্মে নারীর শরীর নিয়ে একেছেন বিখ্যাত সব চিত্রকর্ম।
তাদের চিত্র কর্মকে কেউ কি অশ্লীল বলার সাহস রাখে!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: দুনিয়ায় কি বিষয়ের অভাব পড়ছে ছবি আঁকার ?