![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে এক আবাল লিখেছে " নিউ ইয়ার পালন করা বেশরীয়তি কাজ। কারন এটা খৃস্টান বিধর্মীরা পালন করে!
এটা পালন করলে নাকি মুসলমানিত্ব খারিজ হয়ে যাবে, কাফের ও মুরতাদ হয়ে যাবে !
আরো লিখেছে, সেই ব্যক্তির স্ত্রী তালাক হয়ে যাবে!
হজ্ব করা থাকলে বাতিল হয়ে যাবে!
ওয়ারিশ সত্ব বাতিল হয়ে যাবে!
মারা গেলে মুসলমানদের মতন দাফন করা যাবে না !
সর্বশেষ লিখেছে , নিউইয়ার বা নববর্ষ পালনকারীকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে!
এই আবালের মতন কতিপয় নাদান মুর্খ এইসব মনগড়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেস্টা করছে। ধর্ম না জেনে, না পড়ে মনগড়া ফতোয়া দিচ্ছে। শালাদের জুতাপেটা করা উচিত।
নিউইয়ার যদি খৃস্টানদের হয়, বিধর্মীদের উৎসব হয়, তাহলে অসুস্থ হলে এই বিধর্মীদের আবিষ্কৃত মেডিসিন খান কেন ?
হজ্ব করতে যেতে পাসপোর্ট, ভিসার জন্য ছবি প্রয়োজন পড়ে। যে ক্যামেরায় ছবি তোলা হয়, তা আবিস্কার করেছেন একজন খৃস্টানধর্মানুসারী। তার ক্যামেরায় ছবি তুললে আপনাদের মুসলমানিত্ব খারিজ হয় না?
কয়েক লক্ষ উদাহরন দেয়া যাবে । যা সরাসরি বিধর্মীদের আবিস্কার, জীবনের সাচ্ছন্দ্যের জন্য, বেঁচে থাকার জন্য সাচ্চা মুসলিমদেরও ব্যবহার করতে হয় । তখন কারো ধর্ম যায় না , তখন সব জায়েজ হয়ে যায়?
হায় কি সেলুকাস ! কি বিচিত্র তাদের ফতোয়া !
এ মনগড়া আজেবাজে তথ্য দেয়া বিভ্রান্তকারী, চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকুন।
২| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮
আবু শাকিল বলেছেন: দেশে আবালশুমারী দরকার
৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২
গেম চেঞ্জার বলেছেন: এদের মাথায় যদি এইসব থাকে তা-ইলে ফেসবুকটা চালাইয়া সে নিজেই তো জাহান্নামী হয়া গেল। এইটা কইছিলেন?
৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
এমডি এআর মুবিন বলেছেন: ফেসবুকের "কল্যাণে" এইসব আবাল আরো দ্রুত উৎপন্ন হচ্ছে!
৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: "ধর্ম না জেনে, না পড়ে মনগড়া ফতোয়া দিচ্ছে। শালাদের জুতাপেটা করা উচিত।"
ইসলামে ভিন্ন জাতীকে অনুকরন/অনুসরন সম্পরকে প্রকৃত নির্দেশনা কি আছে তা যদি জানাইতেন তাহলে মুসলিম সম্প্রদায় উপকৃত হতো।
যারা ইংরেজি নববর্ষ নিয়ে ফালফালি করে তারাও কিন্তু কম আবাল না । বাংলা নববর্ষ কিন্তু কোন ইউরপিয়ান পালন করে না। চীন, সৌদি, ইস্রায়িল এমনি অনেকেই ইংরেজী নববর্ষ উদযাপন করে না।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
মারুফ তারেক বলেছেন: আবাল গাছে ধরে না, আবাল তৈরী হয়,
৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
তারেক বলেছেন: যারা ইংরেজি নববর্ষ নিয়ে ফালফালি করে তারাও কিন্তু কম আবাল না । বাংলা নববর্ষ কিন্তু কোন ইউরপিয়ান পালন করে না। চীন, সৌদি, ইস্রায়িল এমনি অনেকেই ইংরেজী নববর্ষ উদযাপন করে না।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
এমএইচ রনি১৯৭১ বলেছেন: অন্যদেশের মানুষ কেউ বাংলা নববর্ষ নিয়ে লাফালাফি করে না। কারন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পরিচিত নববর্ষ নয় । কিন্তু ইংরেজী নববর্ষ সারা বিশ্বে পালিত হয়, আপনিও জানেন ।এ কারনে বছর গননার শুভক্ষনটিও সারাবিশ্বের সব দেশে পালিত হয় ।আপনি নিজেও এইদিনটি কোন না কোনভাবে পালন করেন । সেই বিষয়ে বিস্তারিত আলাপে আমরা না যাই । তাই বলে ঢালাওভাবে সবাইকে আবাল বলাটা কি ঠিক ?
কিন্তু যারা নিউইয়ার উদযাপনকে ধর্মের সাথে গুলিয়ে ফেলেন এবং এ বিষয়ে তাদের বক্তব্য শুনলে আপনিও আবাল বলবেন ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭
নীল আকাশ ২০১৬ বলেছেন: আবাল ধরে ফেসবুকে আর ব্লগে!