| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার ফুঁড়ে অালো অাসবেই.....
একুশে টেলিভিশনের নতুন ব্যবস্থাপনায় প্রায় দুইশতাধিককর্মীর চাকুরীচ্যুতি ঘটেছিল । অনেকের এখনো কোথাও চাকুরী হয়নি । নিদারুন কস্টে কারো কারো দিন কাটছে। জানামতে অনেকের চাকুরী অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে । গত কয়েকমাসে জনপ্রিয় সংবাদ উপস্থাপক মজুমদার জুয়েল, সাংবাদিক মন্জুরুল অালম পান্না, হাকিম মোড়ল, অর্থ বিভাগের জিএম বিএম সিনহা ,সংবাদউপস্থাপক পারভীন মিতু, ক্যামেরাপার্সন জাকির,কাজান চৌধুরী,হাসান, মুরাদ, অালমগীর,আকাশ,মাহমুদুল, আমিনুল, সহকারী প্রযোজক শাওন রায় চেৌধুরী, এইচঅার এক্সিকিউটিভ রাশেদ,এডিটর পায়েলসহ বেশ কয়েকজন বিভিন্ন চ্যানেলে যোগদান করেছেন।নতুন কর্মক্ষেত্রে যোগদানকারী সবার জন্য অনেক অনেক শুভকামনা।
©somewhere in net ltd.