নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

রনী মুরাদ

একজন লঘু কবি

রনী মুরাদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের মুক্তিযুদ্ধ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

১৯৭১-মহান মুক্তিযুদ্ধ| ২০১৩-মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার যুদ্ধ| এতদিন আমার পরিচয় ছিল মুক্তিযোদ্ধার সন্তান আর আজ থেকে আমার পরিচয় আমি নিজেই একজন মুক্তিযোদ্ধা|

৭১ এর মতো আমাদের হাতে অস্র হয়তো নেই কিন্তু আমাদের হাতে কলম আছে আর কন্ঠে আছে একই স্লোগান 'জয় বাংলা'

আমার বাবার শত্রু ছিল পাক বাহিনী আর তাদের দোসর রাজাকার আর আমার শত্রু জামাত আর তাদের জারজ সন্তান শিবির|

যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য শিবির গৃহযুদ্ধের ঘোষণা দেয়, আমারদেশ পত্রিকা তার মুখপত্র হয়ে সারাদেশে উগ্র সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, আন্তর্জাতিক পরিমন্ডলে জামাত শিবির পেইড এজেন্টদের মাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে, এপি, সিএনএন, আল জাজিরা সংবাদ পরিবেশনের মৌলিক আদর্শ ছেড়ে হলুদ সাংবাদিকতায় মত্ত- ৭১ তো ফিরেই এসেছে|এই যুদ্ধেও জয় আমাদেরই হবে, কারণ আমাদের চেতনায় আছে প্রজ্জ্বলিত ৭১, কন্ঠে উজ্জীবিত স্লোগান আর বুকে যুদ্ধাপরাধি ও শিবিরের বিরুদ্ধে তীব্র ঘৃণা|

যুদ্ধ চলছে যুদ্ধ চলবে| যুদ্ধ চলছে আদর্শের বিরুদ্ধে, যুদ্ধ চলছে আদর্শহীনতার বিরুদ্ধে| প্রতিমুহুর্তে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, শাহবাগ আন্দোলনের চেতনার বিরুদ্ধে আর যারা সরাসরি ষড়যন্ত্রে অংশগ্রহন করতে পারছেন না তারা শাহবাগ আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার পায়তারা করছেন|

এই ক'দিনে শাহবাগ আন্দোলন নিয়ে বহুমুখী কথাবার্তা শুনছি, মাঝে মাঝে চরম বিরক্ত হয়েছি আবার কখনো ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দিয়েছি| একদল শাহবাগ আন্দোলনের কৃতিত্ব আওয়ামীলীগকে দিতে চায়, সেই সব মূর্খদের বলি আজ আওয়ামীলীগের জনসমর্থন যদি এত বেশি থাকতো তাহলে আর তাদের নির্বাচন নিয়ে এত দুশ্চিন্তা থাকত না

আবার আওয়ামীলীগের একটা অংশ মনে করে এটা সরকার বিরোধী আন্দোলন! তাদেরকে জানিয়ে দিতে চাই যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে সরকার সহায়তা না করলে এটা সরকার বিরোধী আন্দোলন হতে সময় লাগবে না

জামাত শিবির বলছে আমরা শাহবাগ আন্দোলনকারীরা মুরতাদ হয়ে গেছি, তাদের জন্য বলছি দেশপ্রেম বা দেশদ্রোহীদের বিচার চাওয়ায় যদি মুরতাদ হতে হয় তবে আমার মুরতাদ হতে আপত্তি নাই!

এবার গত কয়েকদিনে ষড়যন্ত্রের কয়েকটি দিক তুলে ধরছি:

ষড়যন্ত্র ১:

জামাত শিবির প্রকাশ্যে, অনলাইনে, ফেসবুকে, ব্লগে শাহবাগ আন্দোলনের চেতনাকে ভুলভাবে দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছে, তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যমে ধারাবাহিক ভাবে মিথ্যাচার করা হচ্ছে| এইসব ষড়যন্ত্রের মোকাবিলা করতে করতে মনে হলো আমরা তো যুদ্ধই করছি, ৭১ এর পর আমাদের বাঙালি জাতীয়তাবাদ আর কখনো এতবড় ষড়যন্ত্রের মুখোমুখি হয়নি

ষড়যন্ত্র ২:

আপাতদৃষ্টিতে এরা সুশীল ও নিরপেক্ষ! এরা অপেক্ষা করে আছে যারা বিজয়ী হবে তাদের বিজয় মিছিলে যোগদেবার জন্য| এই তথাকথিত নিরপেক্ষরা ভাব দেখাচ্ছেন আমরা দুবেলা দুমুঠো খেয়ে ভালো আছি আমার কি দায় পরেছে কাদের মোল্লাকে ফাঁসি দেবার! সেইসব অকৃতজ্ঞদের জানিয়ে দিতে চাই যাদের রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল হিসেবে আপনারা তথাকথিত সুশীল ও নিরেপক্ষতার লেবাস ধরেছেন আজ আমাদের কাছে তা খুলে পরেছে| আজ বাংলাদেশে দুটি দল- একদল সকল যুদ্ধাপরাধিদের ফাঁসি দেখতে চায় আর অন্যদল তাদের বাঁচাতে চায়! এখানে নিরপেক্ষ বলে কোনো দল নেই| আপনি শাহবাগ আন্দোলনে আমাদের সাথে নেই, আমাদের সাথে স্লোগানে আপনার তাল মেলানোর ইচ্ছে নেই, ভালো কথা, আমাদের থেকে দুরে থাকুন| আমরা জেনে গেছি আপনি কি চান| এবার শুনে রাখুন আমরা কি চাই- আমরা সব রাজাকাদের ফাঁসি দেখতে চাই আর নব্য রাজাকাদের বিচার করতে চাই|

সুতরাং সাধু সাবধান! বেশি সুশীল হতে যাবেন না তা আপনার শারীরিক ও মানসিক সাস্থ্যের জন্য হানিকারক হতে পারে!

জয় বাংলা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.