![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. হাজার মানুষের অংশগ্রহনে পুরো ব্রিকলেন ও তার আশেপাশে সড়কগুলো আজ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত- মানুষ জানলো "আওয়ার ন্যাশন আওয়ার ফাইট, জাস্টিস ফর জেনোসাইড"; জামায়াত শিবির, এক্সট্রিমিস্ট এক্সট্রিমিস্ট"
২. প্রত্যেক অনুষ্ঠানে একশ্রেনীর মানুষ পাওয়া যায় যাদের আগে পরে কোনো খোঁজ না থাকলেও মূল সময়ে এসে হাজির! ছবি তোলার জন্য তাদের আগ্রহের কোনো শেষ নেই! ইদানিংযোগ হয়েছে ফেসবুক ফটোসেশন, এইসব ফেমসিকারদের জ্বালায় পুরো প্রোগ্রামে বেশ কয়েকবার বিব্রত হতে হলো কারণ আমার হাতে ছিল বিশাল সাইজের জাতীয় পতাকা! কয়েকবারতো আমাকেও পোজ দিতে হল!!
৩. স্বাধীনতার স্বপক্ষের প্রায় ৭৫টির মতো দলের অংশগ্রহনে এই সমাবেশে আমি এসে দেখি পুরো পার্ক জুড়ে ব্যানার আর ব্যানার, যতো ব্যানার তত জনসমাগম নয়! আমি ভাবলাম সমস্যা নেই আমরাতো আর জামায়াত শিবিরের মতো হেডকাউন্ট করিনা| অনেকে বহু দূর থেকে এসেছেন আবার অনেকে এটাকে পূনর্মিলনী মনে করেছেন তাই যত মানুষ এসেছে তাতে পার্কে স্থান সংকুলান হবার কথা না থাকলেও স্থান হয়েই গেল!
প্রত্যেক প্রোগ্রামে জামায়াত শিবির পাল্টা প্রোগ্রাম রেখে ভাড়াটে গুন্ডা এনে মাঠ দখল করে থাকে আর আমরা কিছু মানুষ নিয়ে একপাশে দাঁড়িয়ে স্লোগান দেই আর কিছু করতে না পারার নিস্ফল ক্রোধ ভেতরে গুমরে মরে, আজ অনেকে ছিলাম তবুও কেমন যেন একটা না পাওয়া আমাকে ছুঁয়ে গেলো- আমরা আজ এতগুলো মানুষ ছিলাম অথচ যতো জোরে জয় বাংলা ধ্বনি শোনার জন্য ব্যাকুল ছিলাম তা পারিনি, ইচ্ছে ছিলো প্রতিটি স্লোগান যেন ইস্টলন্ডন জামায়াত অফিসের দেয়ালে প্রতিধ্বনি তৈরি করে, পারিনি, ব্যর্থতা মেনে নিচ্ছি
৪. আমরা সবাই যুদ্ধাপরাধীদের বিচার চাই, সেই চেতনার প্রতি সম্মান রেখে বলছি- আমাদের হেডকাউন্টের দরকার নেই, অনেককেই দেখলাম আইসিটি সাপোর্ট ফোরামের দেয়া লিফলেট টি ফেলে দিয়েছেন অথবা যত্ন করে তাতে ঝালমুড়ি খাচ্ছেন! যারা শুধু বক্তৃতা দেয়ার জন্য আসেন কিংবা বিনোদনের জন্য আসেন, দোহাই, আপনাদের আসার দরকার নেই| আপনাদের নির্লজ্জ আচরন আমার মত সাধারণ অংশগ্রহনকারীদের বিভ্রান্ত করে
শেষ: অনুষ্ঠানের শেষ পর্যন্ত যারা ছিলেন তারা জানেন শেষের দিকে জামায়াত শিবির তাদের লোক জড়ো করতে থাকলে আমরা আলতাব আলী পার্ক ছেড়ে দেই! যাবার পথে কয়েকজন অনুরোধ করলেন আমি যেন হয় তাদের সাথে আসি অথবা আমার হাতের পতাকাটা গুটিয়ে ফেলি, মাথায় -'রাজাকারের ফাঁসি চাই' লেখা ব্যান্ডটি খুলে ফেলি! ভালো লাগলো আমার নিরাপত্তার জন্য তাদের অকৃত্রিম উত্কন্ঠা দেখে কিন্তু আমার মাঝে যে নিস্ফল ক্রোধের আগুন জ্বলছে তার থেকে বাঁচবো কিভাবে? তাই পতাকা না গুটিয়ে, মাথার ব্যান্ড না খুলে জানিয়ে দিলাম আমায় নিয়ে চিন্তার কিছু নেই, আমি ভালো থাকব|
মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে তোমাতে আমাতে যে বাংলাদেশ জেগে রয় তার সামনে মাথা তুলে দাঁড়াবার সাহস জামায়াত শিবিরের আগেও ছিলোনা আজও নেই- বিজয় আমাদের হবেই
জয় বাংলা
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৫
মরু বালক বলেছেন:
আল্লাহ্ মহান ... ...........