![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তো বন্ধুই হয় তাকে আবার আলাদা করে কিছু বলতে হয় নাকি! আমার নীরব অভিমান, বিন্দু বিন্দু দুঃখগুলো কিংবা একচিলতে হাসিতে যে মানুষটি আলোড়িত হয় সেইতো আমার বন্ধু|
গাঁয়ের পথে, দূরের মাঠে ভর দুপুরে আমার সাথে ঘাস ফড়িঙ্গের যে মিতালি হয় বা নদীর পাড়ে কাশের বনে যে বেলে হাঁসটির সাথে আমি নিয়ম করে গল্প করতে যাই সেইতো আমার পরম বন্ধু|
এই এক জীবনে বন্ধুর জন্য কেঁদেছি, বন্ধুর জন্য হেসেছি বহুবার; বন্ধুত্বের লাল-সাদা, নীল-হলুদ দিনগুলো খুব মনে পরে| বন্ধুর সাথে বহুদিন কথা হয় না, দেখা হয়না, তবুও দেখা হলে মনেই থাকেনা সময় আর স্থানের দূরত্ব কখনো ছিল!
এই জীবনে বন্ধু বানাতে হয়নি, বন্ধুত্ব হয়েছে|বন্ধুত্ব হয়েছে ধর্ম- বর্ণ নির্বিশেষে, বয়স, সময় বা ভৌগলিক দূরত্ব ভূলে! তারা আজ আমার জীবনের একটা বড় অংশ| এভাবে কখন যে নিজেকে সিনিয়র জুনিয়রদের এক অদ্ভুত বন্ধুত্বের বাধনে বেঁধেছি নিজেই জানিনা, বহু বছরের বহু জীবনের এই উপাখ্যান আজ কীর্তনখোলা থেকে টেমস অবধি প্রবাহমান|
আমরা সারা জীবনে ঠিক কতজনকে বন্ধু বলি, ফেসবুকের বন্ধুর সংখ্যা নয়, নিজের খুব গহিনে উকি দিয়ে জানতে চাই আসলে কতজনকে ঠিক বন্ধু বলেছি? হাতের রেখায় গণনা করে বলতে পারবো!! আবার অনেকেই আমাকে তাদের বন্ধু হবার যোগ্য নই মনে করেছেন! এই যোগ- বিয়োগের অঙ্ক শেষে তলানিতে আজও কিছু বন্ধুর দেখা পাই| সত্যিই এরাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন, ধন্যবাদ দিতে চাইনা শুধু বলতে চাই এই বন্ধুত্ব আমাকে প্রতিনিয়ত বাঁচতে শেখায়| বন্ধু দিবস দেখে হয়না, বাহারী মোড়কে পাশের দোকানে বিক্রি হয়না-
বন্ধু তুমি,বন্ধু আমি,বন্ধু আমরা সকাল বিকাল
বন্ধু তোমার জন্য ব্যস্ত সকাল, প্রবল দুপুর, একলা সন্ধ্যা কিংবা নিরব রাত! বন্ধু তোমার জন্য সারাদিন সারাবেলা, তোমার জন্য মনের বনে একলা একা
©somewhere in net ltd.