![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার ব্যাগে পড়ার বইয়ের চেয়ে জীবনান্দ, হেলাল হাফিজ, মহাদেব সাহা কিংবা শামসুর রাহমান বেশ অবলীলায় স্থান করে নেয়; একজোড়া স্বপ্নময় চোখ দিয়ে যে এই পৃথিবী দেখে, পাশ্চাত্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে উচ্চশিক্ষা নিয়ে যার মনে হয় এই পৃথিবীতে কবিতা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র- যার কোনো জাগতিক উচ্চাভিলাস নেই; যে একজন বিশ্ববিদ্যালয়ের ব্যাকবেঞ্চার! পেছনের সারিতে বসতে বসতে দীর্ঘ একঘেয়ে ক্লাসগুলোতে সামনের সারির শিক্ষার্থিদের নিরবিছিন্ন মনযোগের ব্যাঘাত ঘটাতে 'চিরকুট' লেখা যার অভ্যাস তেমন বাউন্ডুলে কাউকে সামনের সারিতে বসা চশমার পেছনের মেধাবি উজ্জ্বল চোখের কারো দেখার কথা নয়!
তবুও ভুল করে কোনো এক হেমন্ত সন্ধ্যায় যদি কবিতা বলতে বলতে দেখা হয়েই যায় তবে এই হেঁয়ালি কবির সাথে একবেলা কিংবা আরো কিছুটা সময় একসাথে থাকা যায়- পুরো জীবন নয়!
তাই আজ সকল দেনা পাওনা শেষে- সেইসব সামনের সারির মেধাবিরা উন্নত বিশ্বের কোন কোন অভিবাসীর ড্রয়িং আর বেডরুমের শোভা বর্ধন করে আর বেহিসেবি কবি আজও কবিতার মাঝে বেঁচে থাকে!
©somewhere in net ltd.