নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

রনী মুরাদ

একজন লঘু কবি

রনী মুরাদ › বিস্তারিত পোস্টঃ

৪৮ ঘন্টা হরতাল বিএনপির শেষ রাজনৈতিক কর্মসূচি?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৯

৫ জানুয়ারি- দশম জাতীয় সংসদ নির্বাচন

৪-৫ জানুয়ারি ভোট প্রতিহত করার জন্য হরতাল আহ্বান

ঠিক এই মুহুর্তে আমরা দ্বিধাবিভক্ত জাতি। আমরা জানিনা আমাদের সামনের দিনগুলো কেমন যাবে, তেমনি জানিনা এই জনপদে কবে আসবে শান্তি!

আমাদের হাতে সময় খুব কম, রাত পোহালেই শুরু হবে জ্বালাও পোড়াও, গ্রেফতার কিংবা ক্ষেত্র বিশেষে গৃহবন্দী!!

আমার কয়েকটি প্রশ্নের উত্তর জানা খুব জরুরি হয়ে পড়েছে- তারমধ্যে একটি হল:

"বিরোধীদল কেন মনে করছে যেকোন উপায়েই নির্বাচন প্রতিহত করতে পারলেই তাদের বিজয় সুনিশ্চিত?"

আসুন একটু অতীত বিশ্লষণ করে এ প্রশ্নের উত্তর খোঁজা যাক-

সাম্প্রতিক সময়ে বিরোধিদলের রাজনৈতিক কর্মসূচি মানেই জামাত- শিবিরের কর্মসূচি। বর্তমানে উচ্চ আদালতের রায় অনুযায়ী জামাত একটি সন্ত্রাসী সংগঠন।

অপরদিকে সংবিধান অনুসারে বর্তমান সরকারকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই যেকোন ভাবেই একবার নির্বাচন হয়ে গেলে আর আওয়ামিলীগ সহ মহাজোট আবার ক্ষমতায় এলে সংবিধান অনুসারে একটি বৈধ সরকারে বিরুদ্ধে আন্দোলন করার জন্য সাথি হিসেবে অবৈধ জামাত যে উপযুক্ত অস্ত্র নয় তা বোধকরি বিএনপি'র যুবরাজ ইতোমধ্যে অনুধাবন করতে পেরেছেন। তাইতো বিরোধিদল তথা জামাত- শিবির সর্বশক্তি প্রয়োগ করছে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য।

বেগম জিয়ার কথা অনুযায়ী ধরে নেই আওয়ামিলীগ জোরপূর্বক এই নির্বাচন করছে এবং এই নির্বাচনে অংশ নেয়ের জন্য জনগণের মাঝে তেমন আগ্রহ নেই! এখন বেগম জিয়ার কাছে আমার প্রশ্ন- তাহলে ভোট ও ভোটের আগের দিন ৪৮ ঘ্ন্টা হরতাল দেবার কি প্রয়োজন ছিল? নাকি আপনার মনে দ্বিধা আছে যে হয়ত জনগণ আপনাদের সাথে নেই এবং আপনারা হরতাল না দিলে, পেট্রোল বোমায় পুড়িয়ে মারার ভয় না দেখালে জনগণ নির্বাচনে অংশ নিতেও পারে!!

রাজপথের বা প্রাসাদে বসে আন্দোলন করা যদি আপনার গণতান্ত্রিক অধিকার হয় তাহলে ভোট দেয়াও আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনার পছন্দ নয় বলেই আপনি আমাদের থেকে তা কেড়ে নিতে পারেন না। ভোটের মাধ্যমেই আমাদের কে আওয়ামিলীগকে হ্যাঁ অথবা না বলতে দিন। আপনি বললেই আমরা না বলবো আর আওয়ামিলীগ বললেই আমরা হ্যাঁ বলবো সেই দিন আর নেই ম্যাডাম। এখন ২০১৪ সাল। এটা ১৯৯৬ নয়।

বেগম জিয়া একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করুন, একটু খোঁজ খবর নিন, জানুন পৃথিবী কতখানি এগিয়ে গেছে। সবসময় হরতালই সমাধান নয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৭

েফরারী এই মনটা আমার বলেছেন: সাম্প্রতিক কালে ঘটে যাচ্ছে এমন সব ঘটনা যাতে আমরা দেশ ও জাতির ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারছি না।সবারই একটি প্রশ্ন কি হতে যাচ্ছে ?
আমরা সকলেই জানি যে,আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না,আদর্শে জন্য করে না।সবাই নিজের জন্যেই রাজনীতি করে ।বড়জোর..
Click This Link

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: এই ভোট খালেদা বেগমের পতন ঘটাবে; বাংলার আকাশ থেকে এক রাহুর পতন হবে।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: সমাধান সমঝোতায়, হরতাল অবরোধে নয় ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.