![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
কিছু প্রশ্নের উত্তর কিছু জিজ্ঞাসা। প্রয়োজন প্রতিজনের। খুজে পাওয়া যাবে মারেফতের বাণী বইটিতে। বইটি লিখেছেন --- ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী।
শুরু যার আছে শেষও তার পিছে
শেষ হওয়ার আগে শুরুকে করেত হবে মিছে।
বৃক্ষ যেমন শিকড় দিয়ে আক্রে ধরে মাটি
দেহ ঘরে আক্রে রইলো মোর দুষ্ট ছ`ছটি।
ইবলিশ, শয়তান, মরদুদ আর খান্নাস। জানা যাবে গু= অন্ধকার রু= আলো। নাসুত/মালকুত/জবরুত/লাহুত। কোন মোকামে কে বিরাজ করে। মোরাকাবা কি মোশাহাদাই বা কি। পরিষ্কার হয়ে যাবে- "কুল্লু নাফসিন যায়ে কাতুল মৌত" প্রতিটি নফসের মরন হবে, মরন হবেনা আত্মার। ভুল ভেঙ্গে যাবে সামাজে প্রচলিত বাক্যটির। মৃত লোকের রূহের মাগফিরাত না নফসের মাগফিরাত। না, রূহ নয়। রূহ তথা আত্মা অমর। যে মৃত্যুর স্বাদ গ্রহন করেনা তার আবার মাগফিরাত কি।
জানা যাবে শয়তানের বাসস্থানের কথা। শয়তান বাস করে এক মাত্র দুটি স্থানে ১. জিনের অন্তর ২. মানুষের অন্তর।
বাণী- "সাধু সাজা যত সহজ, সাধু হওয়াটি ততটুকু কঠিন।"
মানুষের অস্তিত্ব চারটি দরজার মতো- আব (পানি), আতশ (আগুন), খাক (মাটি) এবং বাদ (বাতাস)
আরেকটি বাণী- "যে বেহেস্ত বানিয়েছ ওটা মোল্লাদেরকে দিয়ে দাও কিন্তু আমি তোমার রহস্যের মাঝে ডুবে যেতে চাই"। ---- আল্লামা ইকবাল।
ডাউনলোড--- মারেফতের বাণী
আরো জানতে চাইলে এখানে আসুন
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫০
বংশী নদীর পাড়ে বলেছেন: বৃক্ষ যেমন শিকড় দিয়ে আক্রে ধরে মাটি
দেহ ঘরে আক্রে রইলো মোর দুষ্ট ছ`ছটি
২| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯
নষ্ট ছেলে বলেছেন: উনারা নামাজ পড়েন? নাকি দরকার হয় না?
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৪
বংশী নদীর পাড়ে বলেছেন: সবই তকদিরের লেখা.....
ভবে কে তাহারে চিনতে পারে
এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।।
সবাই বলে নবী নবী
নবী কি নিরঞ্জন ভাবি।
দেল ঢুঁড়িলে জানতে পাবি
আহম্মদ নাম হলো কারে।।
যার মর্ম সে যদি না কয়
সাধ্য কার কে জানিতে পায়।
তাইতে আমার দীন দয়াময়
মানুষরূপে ঘোরে ফেরে।।
নফী এজবাত যে বোঝেনা
মিছে রে তার পড়াশুনা।
লালন কয় ভেদ উপাসনা
না জেনে চটকে মারে।।
Read more: http://www.lalongeeti.com/products/ketahare/
৩| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮
নতুন বলেছেন: বাবা হোমিও ডাক্তার? ( হোমিও ভুয়া জিনিস)
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৫
বংশী নদীর পাড়ে বলেছেন: করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন
প্রেম সাধিতে ফাঁপরে উঠে কামনদীর তুফান।।
প্রেম-রত্নধন পাবার আশে
ত্রিবেনীর ঘাট বাঁধলাম কষে
কামনদীর এক ধাক্কা এসে
ছুটে যায় বাঁধন ছাদন।।
বলবো কি সে প্রেমের কথা
কাম হয়েছে প্রেমের লতা
কাম ছাড়া প্রেম যথাতথা
নয় সে আগমন।।
পরম গুরু প্রেম প্রকৃতি
কাম গুরু হয় নিজ পতি।
কাম ছাড়া প্রেম পায় কি গতি
ভেবে কয় লালন।।
Read more: http://www.lalongeeti.com/products/korikemne/
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
রানা আল মামুন বলেছেন: ডা. বাবা জাহাঙ্গীর এর মারেফতের গোপন কথা বইটি mediafire এ দিন যদি থাকে।।। প্লিজ
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬
বংশী নদীর পাড়ে বলেছেন: আমি দুঃখিত দাদা আমার জানা নাই । ধন্যবাদ খোজ করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১৪
জাহি বলেছেন: আপনার বাবার দাড়ি নাই কেন, এই লিঙ্ক এ গেলে মেয়েদের ছবি আসে কেন । লুল হয়ে গেলাম :!>
http://babajahangir.com/FAMILY.html