![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
প্রভু তোমার নাম জপিতে পারিনা এই অধম
কী নামে ডাকিলে খুশি তোমার রাঙ্গা মন।।
পাপি আমি পাপে ডুবে থাকি
নেশায় কাটে দিন-রজনী কোথায়া বা কী
তবু তুমি দয়া করে আলো-বাতাস দাও সারাক্ষন।
প্রভু তোমার নাম রহমান রহিম
করিম ও জব্বার তুমি অনন্ত অসীম
ওই নামে ডাকি তোমায় করো মোর হৃদয়ে আসন।
©somewhere in net ltd.