![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
মন তুমি খোদার প্রেমে মজে দেখলা না
বৃহস্পতি এলে তোমার মদের নেশায় ছাড়েনা।
নফস্ এর পাল্লায় পড়ে তারে তুমি ডাকলে না
খান্নাসের দায়ে তুমি ক্বাবা ঘরে এলে না।
মদের নেশায় মত্ত হয়ে রইবে কতক্ষন
চক্ষু খুলে চেয়ে দেখো আধার দুই ভুবন।
গুরু পদে সপিলেনা তোমার দেহ-মন
ওই বাজারে বিকিলো না অহংকারী মন।
©somewhere in net ltd.