![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
তুই যদি হইতি রে আমার বসা-ইতাম কুলে
ওই চরণের দাসী হইতাম কুল কলংক ভুলে।।
চাতকিনী পাখি হইয়া থাকি পন্থ চেয়ে
কোনদিন আসিবে বন্ধু বাঁশিটি বাজিয়ে
এলো না এলো রে বন্ধু গেছে আমায় ভুলে।।
কত মানুষ দেখি আমি বন্ধুর খবর নাই
আসিবে আসিবে বলে আজো আসে নাই
অন্তরখানা গেলো রে পুড়ে বন্ধুর প্রেমানলে।।
কামিনী-মাধবী-জবা-মালতি ফুল তুলে
অংগে ছিটাইয়া দিতাম তুই বন্ধু আসিলে
ফুলের মালা শুকাইলো পরাইবো কার গলে।।
০৫/১২/২০১৪ ইং
©somewhere in net ltd.