![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
নিঠুর বন্ধুরে… ভুলিতে পারি না যে তোরে
কাঁদাইলি মনের মতো রহিয়া দূরে দূরে।।
যেদিন আমি চলে যাবো এই দুনিয়া ছেড়ে
সেদিন তুমি আসিও না আমার শুন্য ঘরে
কাঁদিও না চোখের জলে ছোঁয়ো না আমারে।।
ভুলিতে পারি না যে তোরে...
তুমি পাশে নাই বলিয়া ওড়ে পরান পাখি
আকুল পরান ব্যাকুল হয়ে করে তাকাতাকি
সাথী হারা পাখি যেমন বনে বনে ঘুরে।।
ভুলিতে পারি না যে তোরে...
মরে গেলে এই দেহটা হবে একটি লাশ
আমায় খুঁজে আর পাবে না করিলে তালাশ
প্রেমের পাখি গাইবে না গান প্রেমের সুরে সুরে।।
ভুলিতে পারি না যে তোরে...
আসিলে না ডাক শুনিয়া বাসিলেনা ভালো
দেখিলে না চোখ মেলিয়া কে তোমায় ডাকিলো
আসিও না বিদায় বেলায় মিনতি যাই করে।।
ভুলিতে পারি না যে তোরে...
০৭/০৫/২০১৫ ইং
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৭
বংশী নদীর পাড়ে বলেছেন: ভাল লেগেছে শুনে আমারও ভাল লাগলো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:২২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ