![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
প্রেমের বাগানের হে ফুল খুশবো তোমার পেয়েছি
তাই তো আমি সেই বাগানের মালি হয়ে রয়েছি।।
রঙ-বেরঙ্গের ফুল ফুটে
হাসি মেখে পাপড়িতে
মন ভোমরা আকুল হয়ে তাহার প্রেমে পড়েছি।।
ফুলের রঙ আর খুশবোতে
ক্ষুধা তৃষ্ণা গেছে মিটে
তোমরা কি বুঝবে তাতে কি রঙ আমি দেখেছি।।
সকাল দুপুর রাত্রি বেলা
সে বাগানে করছি খেলা
মন আমার প্রেম-পুতুলা প্রেমের নৃত্যে মজেছি।।
বিনা মাইনেতে এ কাজ
ভৃত্যে বুকে আনন্দের রাজ
পুষ্প প্রেমো- স্তুতির মালা গলায় তুলে নিয়েছি।।
০৮/০৫/২০১৫ ইং
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৬
বংশী নদীর পাড়ে বলেছেন: প্রেমের বাগানে প্রবেশ করার জন্য আপনাকেও জানাচ্ছি স্বাগতম। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:২১
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ ভাই বংশী নদীর পাড়ে।