নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

bangla_vhasi

নিহন

নিহন

অঙ্কন আর গানের জগত-ই নিহনের জগত । আঁকিঝুকি আর গান লিখতে ভাল লাগে, সুযোগ পেলে তাই সময়টা ওখানেই দেই [email protected]

নিহন › বিস্তারিত পোস্টঃ

সৌদিতে ভাইরাসে ৮১ জনের মৃত্যুতে দেশজুড়ে সতর্কতা

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৫

সৌদি আরবে মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম (MERS) নামক একটি ভাইরাসের প্রাদুর্ভাবে 8১ জনের মৃত্যু হয়েছে। তবে এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০৫ জন।



মারব নামক এই ভাইরাসে মহামারির আশঙ্কায় সর্বোচ্চ রাষ্ট্রীয় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।



মন্ত্রণালয় সূত্র জানায়, এটা প্রথম চিহ্নিত হয়েছিল ৫২ বছর বয়সী এক ব্যক্তি আক্রান্ত হওয়ার পরে। এ রোগে আক্রান্তদের ৩৫ শতাংশই মারা গেছে। এরমধ্যে ৩৭ জন এক মাসেরও কম সময়ে জেদ্দাতেই মারা গেছেন এদের মধ্যে ২১ জন ছিলেন চিকিৎসক।



দেশটির স্বাস্থ্য মন্ত্রী ডা. আব্দুল্লাহ আল রাবেয়া প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের চিকিৎসকদেরও ভাইরাস আক্রান্তদের চিকিৎসার সময় বিশেষ ব্যবস্থা নিতে হবে।



দেশটির পূর্ব প্রদেশে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলেও এখন অন্যান্য অঞ্চলেও তা দেখা দিচ্ছে। এর মধ্যে রাজধানী রিয়াদেই ৮২ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। আর জেদ্দায় ৩৭, আল-আহশায় ২৫, দাম্মামে ২৩ হাফর আল বাতেনে ১১, আসির এবং মদীনায় ৭, তায়েফে ৫, আল যউফ এবং কাসিমিতে ২, নজরান এবং বিশায় একজন করে আক্রান্ত হয়েছে।



মোহাম্মদ আলী নামের একজন ইন্টার্নি চিকিৎসক ডিনি আল জাবের মেডিকেল টিমের প্রধান জানিয়েছেন, যারা জ্বর ও কাশিতে আক্রান্ত হবেন তারা যতক্ষণ পর্যন্ত মেডিকেল টেস্ট না করাবে ততক্ষণ পর্যন্ত তারা সাধারণ জনগণের মধ্যে যাবে না। এছাড়া তিনি লোকজনকে মুখোশ ব্যবহার করার উপদেশ দিয়েছেন। তিনি সাধারণ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শও দিয়েছেন।



বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানায়, বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত ২১২জনকে ল্যাবরেটরি টেস্টে নিশ্চিত করা হয়েছে। যাদের মধ্যে ৮৮ জনের অবস্থা আশঙ্কাজনক।



একজন মালয়েশিয়ান ব্যক্তি যিনি সৌদি আরবে প্রথমবারের মত এসেছিলেন তিনিই প্রথম এ রোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া একজন ফিলিপাইনের একজন স্বাস্থ্য কর্মীও এ রোগে আক্রান্ত হয়েছেন।



সূত্র: আরব নিউজ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.