নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

bangla_vhasi

নিহন

নিহন

অঙ্কন আর গানের জগত-ই নিহনের জগত । আঁকিঝুকি আর গান লিখতে ভাল লাগে, সুযোগ পেলে তাই সময়টা ওখানেই দেই [email protected]

নিহন › বিস্তারিত পোস্টঃ

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশিঈদ আড্ডায় রিয়াদ প্রবাসী বাংলাদেশিরা

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৩

:)ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, চারদিকে পড়ে যায় সাজ সাজ রব। বর্ণিল হয়ে ওঠে উৎসবের আকাশ ।B-)



তাইতো সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঈদের আয়োজন করে থাকে, বিশেষ করে দেশের বাইরে স্বজন প্রিয়জনদের ছেড়ে ঈদ করার কিছুটা হলেও দুঃখ ভুলে থাকার জন্য।







তেমনি একটি আয়োজন (এস বি এফ) ব্যান্ড এর চেয়ারম্যান কাঁকন বকুল, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয় , ব্লগার ও বাংলামেইলটোয়েন্টিফোরডটকম সৌদি প্রতিনিধি আব্দুল হালিম নিহনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে অতিথিদের আগমন উপলক্ষে সাজানো হয়েছিল বেশ জমকালো সাজে কাঁকন বকুলের সেই ছোট্ট স্নেহ নীড়, যে নীড় এর একটি দেয়াল দখলে ছিল নিল লাল সবুজের ব্যানার, যার গায়ে লেখা ছিল বড় আকারে প্রবাসীদের ঈদ আড্ডা ।







ঈদ আড্ডা অনুষ্ঠানে রিয়াদ ও রিয়াদের বাইরের শিল্পী, কমিউনিটি ব্যক্তিরা উপস্থিত ছিলেন, ছিলেন তাদের সাথে ক্ষুদে সোনা মনিরাও।



উপস্থিত অতিথি বকুল, বিপ্লব দেওয়ান, আবিদুর রহমান, আব্দুস সালাম কিরন, শিপু চৌধুরী, দেশে ও দেশের বাইরের সকল প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান ।





ডাক্তার ইসমাত শামীম মিতুল বলেন, ‘ঈদ মানে হাঁসি -খুশি আর আমি একজন প্রবাসী ডাক্তার। আমি চেষ্টা করি ঈদের দিনে আমার কর্মস্থলে গিয়ে রোগীদের সাথে ঈদটা ভাগাভাগি করে নিতে, সেটাই আমার কাছে সব চাইতে খুশির এবং শান্তির মনে হয়।’



এদিকে (এস বি এফ) ব্যান্ড এর শিল্পী সাম্পা দেওয়ান বলেন, ‘আমি রিয়াদের একজন শিল্পী। আমি চেষ্টা করি সব সময় সবাইকে নিয়ে এমন কিছু আয়োজন করতে, যা কি না আমরা সব সময় করতে পারি না এ প্রবাসের মাটিতে।’



ইলমা খান, সে কখনো দেশে ঈদ করেনি। তবে মার কাছ থেকে সে শুনেছে দেশের ঈদ অনেক আনন্দের হয়, অনেক মজার হয়। তাই সে দেশের ঈদকে অনেক মিস করে ।



তার প্রবাসের ঈদ কেমন কাটে জানতে চাইলে ইলমা বলেন, ‘প্রথমে আব্বু আম্মুর সাথে ঈদ এর নামাজ পড়তে চলে যাই মসজিদে। সেখানে বন্ধুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। পরে আব্বু আম্মুর সাথে এদিক সেদিক ঘুরতে যাই।’



তাছাড়াও উপস্থিত মুন্নি রহমান, রিমা রুবায়েত, মিতু হক, এপোলো, সালমান রহমান, বাংলামেইলের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ।



অনুষ্ঠান জুড়ে শিশুদের গান কবিতা নৃত্যের পাশাপাশি বড়দের জন্যও ছিল আকর্ষণীয় কিছু প্রতিযোগিতামূলক খেলা। যার মধ্যে রয়েছে পুরুষদের জন্য সুঁই-সুতার গাঁথুনি, আর মহিলাদের জন্য বেলুন ফুলানো কৌতুক, গান, নাচ, অভিনয়সহ নানা প্রতিযোগিতামূলক আয়োজন।



শিশুদের গান, কবিতা, নৃত্য পরিচালনায় ছিলেন কাঁকন বকুল ।





অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয় ও রিমা রুবায়েত।



সাম্পা দেওয়ানের ‘পায়েস’ আব্দুস সালাম কিরনের ‘চটপটি’ আর কাঁকন বকুলের রান্না করা মজাদার মোরগ পলাও, কাবাব, খাসির রেজালা, বেগুন ভাজাসহ ঈদের দিনের অনেক ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।



পরে ক্ষুদে সোনা মনিদের হাতে আব্দুল হালিম নিহনের পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

বাহ ! বাহ !! খুব সুন্দর পোস্ট। লেট ঈদ মোবারাক !!! ছবিগুলো দেখে প্রীত হোলাম।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৯

In2the Dark বলেছেন: মাইয়াগুলা তো অতি সুন্দর। বিয়া দিবনি?

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

নিহন বলেছেন: In2the Dark@ আগে গিয়া তোমার আম্মারে কও আম্মা আম্মা আমার বিয়ার বয়স হয়ছে

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫০

আবুল হিকমাহ্‌ বলেছেন: সবগুজারী করতে কেরানীগঞ্জ বাংলাওয়ালী মসজিদে আশুন।

গুগল মেপ এ দেখুন।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৬

জাহিদ হাসান বলেছেন: ঈদ মোবারক ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.