নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্যমান মাধ্যমে দৃশ্যমান প্রতিবিম্ব খুঁজে বেড়ায় যে ...

রৌদবালক মামুন

সাক্ষী বাতায়ন ধারের বটবৃক্ষের পাতা / হিশেব করে ফেরত চাহি, আজকে মনের হালখাতা...

রৌদবালক মামুন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন...

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৫

স্বপ্ন দেখা মানুষের অলিখিত পেশা ।
কেউ স্বপ্ন দেখে পাইলট হবার,
কেউ স্বপ্ন দেখে বিমানের যাত্রী হবার ।
আবার কেউ স্বপ্ন দেখবে সেই বিমানের মালিক হবার ।

বাবার হাত ধরে গ্রামের মেঠোপথ হেটে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার কাল থেকেই স্বপ্ন দেখে আসছি । স্থান, কাল , পাত্র ভেদে স্বপ্ন দেখার ধরনও ভিন্ন ।

ছোট বেলায় যখন দেখতাম মাষ্টার মহাশয় সকল গদ্য , পদ্য গড় গড় করে মুখস্থ পড়াতেন তখন মনে মনে ভাবতাম,
একদিন আমিও মাষ্টার হবো । বইয়ের মাথা থেকে লেজ সব মাথায় থাকবে । পড়া না পারলে কাউকে পেটাবোনা । শুধু এই মাষ্টারের ছেলেকেই পেটাবো ।

প্রবাসী চাচা দেশে ফিরে যখন বাংলাদেশ বিমানের গল্প শোনাতেন তখন ভাবতাম ,
নাহ ! পাইলটই হব । বাংলাদেশ বিমানের পাইলট । তাহলে অবতরণের সময় যাত্রীরা আর হৈ হুল্লোড করবেনা । আতঙ্কিত হবেনা ।

কিন্তু সাধারণ বিজ্ঞান পাঠদানের সময় মাষ্টার মশাই যখন নীল আর্মস্ট্রং এর গল্প শোনাতেন তখন ভাবতাম,
বাংলাদেশ বিমান নিয়ে চাঁদে গিয়ে ঘুরে আসতে হবে । ওখানে গিয়ে আব্বাকে একটা মিসড কল দেবো ।

ছোট খাটো কাশি দিলেও যখন আব্বা তাঁর ডাক্তার বন্ধুর কাছে নিয়ে যেতেন তখন ভাবতাম ,
ডাক্তারই হব । গায়ে পাঞ্জাবির মত লম্বা একটি সাদা শার্ট থাকবে , টেবিলের উপর থকবে হরেক রঙের খাতা আর নানান রঙের কলম ।
গলায় থাকবে একটি হেডফোন । যা দিয়ে মানুষের বুকের ধুপ ধুপ শব্দ শোনা যাবে । একজন লোক সারাদিন আমাকে স্যার স্যার বলে সম্বোধন করবে ।

আবার যখন নাটক সিনেমায় দেখি আফিসের বসকে স্যার স্যার বলে কেউ তেল মালিশ করছে,
তখন ভাবি আফিসের বসই হব ।
কিন্তু যখন দেখি পুলিশের স্যার ডাকের মাঝে কঠোরতা খুবই প্রবল তখন ভাবি, নাহ! পুলিশের বসই হব ।

যখনই লেখকদের মন মাতানো লেখা পড়ে মুগ্ধ হই তখন স্বপ্ন দেখি লেখক হবার ।
কিন্তু লিখতে বসলে যখন বারবার হাত ফসকে যায় তখন ভাবি
নাহ! সবাইকে দিয়ে সব কাজ হয়না !



উপসংহারের আগেঃ আজ প্রথম কোনো ব্লগে লিখলাম



ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.