নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্যমান মাধ্যমে দৃশ্যমান প্রতিবিম্ব খুঁজে বেড়ায় যে ...

রৌদবালক মামুন

সাক্ষী বাতায়ন ধারের বটবৃক্ষের পাতা / হিশেব করে ফেরত চাহি, আজকে মনের হালখাতা...

রৌদবালক মামুন › বিস্তারিত পোস্টঃ

ছিনতাই

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

বাস থেকে নেমেই রিকশার উদ্দেশ্যে একটু এগুচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আদিল। ঢাকার কলাবাগান। একটু এগুতে না এগুতেই পেছন থেকে কে যেন ডাকে,
এই যে ভাইয়া!

- হুম!

ঐ যে পেছনের কালো গেঞ্জি পরা লোকটি আপনাকে ডাকছে।

- কেন ডাকবে? আমিতো তাকে চিনিনা।

পকেটে হাত দিয়ে আদিল সিওর হলো তার পকেট থেকে কিছু পড়েনি। এই ডাকের পেছনে কারণ হতে পারে তার কাঁধে ঝোলানো ল্যাপটপের ব্যাগ।

পেছনে তাকিয়ে দেখে কালো গেঞ্জি পরা ছোকরা তাকে হাতের ইশারা দিয়ে থামতে বলছে। আদিল অবিচল ভঙ্গিমায় তাকে উল্টো ইশারা দিলো সামনে আসতে।

একটু সামনেই তিন রাস্তার মোড়ে এসে থামলো আদিল। কিন্তু পেছনে ফিরে দেখে সে ছোকরা উধাও। নেই। পালিয়েছে বোধ হয়।

একটু বুদ্ধি করে পুলিশ চেকপোস্ট এর কাছে এসে না দাঁড়ালে হয়তো আজ গল্প অন্যদিকে মোড় নিতো।

ছিনতাই আজ বড়ই চিন্তার বিষয়। বর্তমান সময়ের মৌলিক 'ব্যাধি' গুলোর একটি। ছিনতাই করছে এলাকার শীর্ষ সন্ত্রাসী আবার ছিনতাই করছে দেশের শীর্ষ মেধাবী। শিকার হচ্ছে শীর্ষ মেধাবী আবার শিকার হচ্ছে এলাকার সাধারণ পথচারী।

প্রতিবাদ আর নয়। এবার প্রয়োজন প্রতিরোধ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.