নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্যমান মাধ্যমে দৃশ্যমান প্রতিবিম্ব খুঁজে বেড়ায় যে ...

রৌদবালক মামুন

সাক্ষী বাতায়ন ধারের বটবৃক্ষের পাতা / হিশেব করে ফেরত চাহি, আজকে মনের হালখাতা...

রৌদবালক মামুন › বিস্তারিত পোস্টঃ

মেডিকেলীয় জাগরণের গানঃ ঢাল ছেড়া এই বইয়ের সাগর পাড়ি দিবো রে

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৩



"ঢাল ছেড়া এই বইয়ের সাগর পাড়ি দিবো রে ।
আমরা কজন ছাত্র পাজি বই ধরেছি
ধৈর্য্য ধরে রে . . .
ঢাল ছেড়া এই বইয়ের সাগর পাড়ি দিবো রে ।

জীবন কাটে পড়ে পড়ে
ঘুমের মায়া সাঙ্গ করে ।
জীবনের সাধ নাহি পাই ।
ও ও ও . . . . .

খাট টেবিলের ঠিকানা নাই ।
দিন রাত্রি জানা নাই ।
পড়ারও সময় সঠিক নাই ।

জানি শুধু পড়তে হবে,
আইটেম ক্লিয়ার করতে হবে ।
কেন যে ফাঁকিবাজি রে . . .
ঢাল ছেড়া এই বইয়ের সাগর পাড়ি দিবো রে ।

জীবনের রঙ্গে মনকে টানে না ।
ফোনের ঐ কণ্ঠ কেমন জানি না ।
গ্রের ঐ চিত্র মনে পড়ে না ।
গাইটনও ভুলে কভূ দেখি না ...

বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে
ছেড়া ঢাল আরও ছিড়ে যায়
ও ও ও . . . . . .
হাত ছানি দেয় ক্লিয়ার আমায় ।
হঠাৎ কে যে ধমক শুনায় ।
দেখি ঐ স্যারে আমায় দৌড়ায় ।

তবুও ক্লিয়ার করতে হবে ।
কার্ডে আমায় বসতে হবে ।
আমি যে হতভাগা রে .... "
......

উৎসর্গঃ মেডিকেলে পড়ুয়া সে সকল 'হতভাগাদের' । যারা বর্তমানে প্রথম বর্ষে আছে , যারা অতীতে ছিল । আর যারা ভবিষ্যতে প্রথম বর্ষে পদার্পন করবে ।

কৃতজ্ঞতা স্বীকারঃ আপেল মাহমুদ
ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১

শুভকবি বলেছেন: অনেক ভাল লেগেছে, কার্টেসি মারফত ফেসবুকে ইউজ করতে পারি????

২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬

কানাই স্যার বলেছেন: ভাই, আপনি যে কবি ছিলেন, তার প্রমাণ দিলেন। খুব ভাল প্যারোডি। আমায় একটা লিখে দিলে পয়সা দিতাম।

৩| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩১

রৌদবালক মামুন বলেছেন: শুভ কবি ভাই, কেন নয়। অবশ্যই পারবেন।

৪| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৪

রৌদবালক মামুন বলেছেন: কানাই স্যার!

আপনার প্রশংসাই পয়সা হিসেবে গ্রহণ করলাম।

ধন্যবাদ! :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.