নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্যমান মাধ্যমে দৃশ্যমান প্রতিবিম্ব খুঁজে বেড়ায় যে ...

রৌদবালক মামুন

সাক্ষী বাতায়ন ধারের বটবৃক্ষের পাতা / হিশেব করে ফেরত চাহি, আজকে মনের হালখাতা...

রৌদবালক মামুন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষকের জবানবন্দী

১৭ ই মে, ২০১৭ রাত ১২:৩৭



অবেলায় আজ টের পেয়েছি
বেলায় হারানো সময়ের দাম।
সময় গড়িয়েছে, প্রণয় গড়েছে;
কমেনি অবুঝ মনের কাম।

ভেলায় চড়েছি, হেলায় চড়েছি,
চড়েছি অনেক দামি গাড়ি।
বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি,
পাইনি প্রথম প্রেমের নারী।

জোর জোরেছি, সোর করেছি,
করেছি অনেক মন্দ গাল।
মেলবি কিনা, খুলবি কিনা-
আপসে বলবো কত কাল?

অস্ত্র ধরে বস্ত্র খুলেছি
নেইতো কিছু বাকি আজ।
কত ডেকেছি, কত বলেছি
তবু কেন কমেনি লাজ?

কাঁদবি কত - কাটবি কত,
ফেলবি কত জল?
রাত হয়েছে, রাগ বেড়েছে;
এবার সখী চল ।

কেক কেটেছি, ফিতা কেটেছি
কেটেছি আরও ঠোঁট।
পান করেছি, ফান করেছি;
করবো এবার ঐক্যজোট।

তোরা নতুন আজ এসেছিস
খেলোয়াড় আমি পুরান।
মামা আছেন ওপরেতে
পাপা করেন সোনাচালান।

-দোষ দিয়েছে এমন আমায়,
সব বলেছে মিছে।
সব হয়েছে আপোসেতে
বল ছিলোনা পিছে।

এমন আমি রোজ করে যাই
কী হয়েছে তাতে?
মডেল-নায়িকা যায়নি বাদ,
ভাত তুলে দেই পাতে।

নালিশ করে পার পাবিনা
চেপে যা মুখে হাত।
সঙ্গী আমার সাকিফ সোনা,
নামটি আমার শাফাত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৭ সকাল ৭:৩৬

জগতারন বলেছেন:
কবিতা পড়ে মুগ্ধতা প্রকাশ করছি।
কবির প্রতি সুভেচ্ছা জানাচ্ছি।

১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪২

রৌদবালক মামুন বলেছেন: ধন্যবাদ :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

লিসানুল হাঁসান বলেছেন: ভাল লেগেেছ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.