![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।
কোন একটা উপন্যাসে যেন পড়েছিলাম,মনে নেই, একবার মরুভুমিতে মরু ঝড়ের দমকা বাতাসে কিংবা কোনও পারিজায়ী পাখির ঠোঁটে করে একটা নাম না জানা ফুলের বীজ এসে পরে পাথরের খাজে।মরুভুমির আবহাওয়ার বৈরিতা যেন বিচিত্রময়।দিনের বেলা প্রখর উত্তাপে চৌচির আর রাতের অন্ধকারে শিশিরের আবহ।ঠিক যখনই রাত হয় আর কুয়াশা নামতে শুরু করে,তখন পাথরের খাঁজে লুকিয়ে থাকা শস্যবীজটি যেন প্রান খুজে পায়,সে অঙ্কুরিত হতে চায়,কিন্তু তার এই জীবন স্বপ্নে বাধ সাধে পরদিন সকালে জেগে উঠা সূর্যের উত্তাপ.........সূর্যটা বীজ টাকে বলে,তুমি যতই চেষ্টা কর,আমি তোমাকে পুড়িয়ে মারবো,তোমাকে গাছ হয়ে জন্মাতে দেবনা......বীজটা কিছুই বলেনা,শুধু রাতের জন্য অপেক্ষা করে......এরপর যখন দিন গড়িয়ে রাত নামে,তখন সে আবার অঙ্কুরিত হতে চেষ্টা করে।পরদিন আবার সূর্যের প্রখর উত্তাপ......এভাবেই ঠিকই একদিন সূর্যকে অবাক করে দিয়ে বীজটি অঙ্কুরিত হয়......তবে গাছ হয়ে নয়,সুরজের মুখ চাওয়া ফুল হয়ে.........সূর্যমুখী ফুল......পরদিন সূর্যটা ঠিক ই ফুল টাকে পুড়িয়ে মারে......কিন্তু ততক্ষণে ফুলের সারাটা বুক জুড়ে হাজারো নতুন বীজের সমাহার।হাজারো বীজ ছড়িয়ে পরে সারা মরুভুমিতে।সেখান থেকে হাজারো সূর্যমুখী ফুল।এভাবেই মরুভুমিটা মরূদ্যান হয়ে ওঠে...............প্রতিকুল পরিবেশে জীবনকে নতুন করে সাজানোর জন্য এর চেয়ে বড় অনুপ্রেরনা আর কি হতে পারে?????
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০০
স্বর যন্ত্র বলেছেন: আপনার ভাললাগাতে মন ভাল হয়ে গেল।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৪
তাপস কুমার দে বলেছেন: ভাল লাগলো