![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
প্রেমাঞ্জলি তোমার ফিরিয়ে নাও মেয়ে
প্রেম পিরীতির সময় এ নয়
আসুক সুসময় তখন দেখা যাবে
এখন আমি ব্যস্ত আমার পেটের ধান্ধায় ।
ফুল পাখি গান এ সব এখন
স্বপ্ন আমার কাছে
বেকারের খাতায় লিখেছি যখন নাম ।
কবেই খুলেছি দখিন দুয়ার
বহে না সুবাতাস
আসে না সুসময়
দৃঢ় প্রত্যয় গুলো নড়বড়ে আজ-আশার পাখিরা ডানা ঝাপটায় ।
উপায়হীন তবু আমি
যদিও বসন্ত পেরিয়ে যায় ।
। * * * । । । * * * । । ।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ,নমঃস্কার ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৯
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ ভাই,ভালো থাকুন ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
কল্লোল পথিক বলেছেন: বাহ! চমৎকার কবিতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনিও ভালো থাকুন পথিক ভাই।দোয়া করবেন ।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
এম.এ.জি তালুকদার বলেছেন: কিশোর কবি সুকান্ত বাবুর ভাব, কিন্ত স্বকীয়তা আছে।আপনাকে ধন্যবাদ
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ তালুকদার সাহেব। মনযোগ দিয়ে কবিতা পড়ায় খুব ভাল লাগছে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ভালোলাগল ৷