![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
উঃ কি কষ্ট কি জ্বালা !
অসহ্য অসহ্য এ কষ্ট এ জ্বালা ।
পৃথিবী স্তব্ধ হও শ্বাস-প্রশ্বাস রুদ্ধ হও-থেমে যাক জীবন স্পন্দন- অথবা- বসুমতি দ্বি-ধা হও,
পাতালে করি আত্মগোপন
এ ছাড়া এ জ্বালার হবে না অবসান ।
কখনো ভাবি নিজেই প্রবৃত্ত হই আত্মহত্যায়-বেশি মাত্রায় ঘুমের বড়ি,কয়েক ঢোক বিষ কিংবা এক গাছি শক্ত দড়ির সহায়তায় ।
পারছি না মরতেও কারন আজকাল আমার মৃত্যুতে একটুও বিচলিত হবে না তুমি-অথচ এমন দিন ছিল যখন আমার সামান্য অসুস্থতায় ভীষন কষ্ট পেতে-আপ্রাণ শুশ্রুষায় আমার সুস্থতা আনতে ।
তুমি যখন ফিরিয়ে নিয়েছ মুখ তখন আমি মরণেও পবো না সুখ ।।।।*
* *
©somewhere in net ltd.