নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

অবাধ প্রেমের স্রোতে

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

তুমি সামনে আসলে সুখের সাগরে জাগে উথাল পাথাল ঢেউ
বুকে রাখলে অনাবৃত কোমল বুক
মুখে ফোঁটে শীৎকারের সপ্তরঙা খই ।

একটি চুম্বন আঁকলে কপালে কিংবা গালে
অকালেও বসন্ত জাগে ভূগোলে আমার- মর্ত্যে থেকেও হয়ে যাই স্বর্গবাসী শচীপতি দেব ।

একবার আলিঙ্গনে রক্ত মাংস কোষে -শিরায় শিরায় বৈশাখী ঝড় ওঠে
কামাশ্রুতে সিক্ত হয় দেহ মন প্রাণ ।

দেহ তাপে দেহ কাঁপে থর থর থর.....
আনন্দ প্রবাহ বয়ে যায় বিদ্যুৎ প্রবাহের মত,

ভেঙে গেছে ব্রহ্মচর্য্যের বাঁধ
অবাধ প্রমের স্রোতে ।

দিনে রাতে তুমি এখন আরাধ্য রতন-
মায়ায় কায়ায় সম্পৃক্ত করো জীবন চলার পথে ।।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

প্রামানিক বলেছেন: একটি চুম্বন আঁকলে কপালে কিংবা গালে
অকালেও বসন্ত জাগে ভূগোলে আমার- মর্ত্যে থেকেও হয়ে যাই স্বর্গবাসী শচীপতি দেব ।

দারুণ কথামালা। কবিতা ভাল লাগল। ধন্যবাদ দাদা।

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *আপনার মন্তব্য ভালো লাগলো প্রামানিক ভাই । আপনাকও ধন্যবাদ।*

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

কল্লোল পথিক বলেছেন: খাসা কবিতা হয়েছে মশাই

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *খাসা ধন্যবাদ আপনাকে কল্লোল ভাই* দোয়া করবেন ।*

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

নুরএমডিচৌধূরী বলেছেন: কবার আলিঙ্গনে রক্ত মাংস কোষে -শিরায় শিরায় বৈশাখী ঝড় ওঠে
কামাশ্রুতে সিক্ত হয় দেহ মন প্রাণ
ভাল লাগল

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে খুশি করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.