নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ

জীবনের গল্প গুলো সবসময় সবাইকে বলা যায় না।। অথচ অনেক সময় তা না বলেও থাকা যায় না।। তাই এমন কোনো মাধ্যম জীবনে প্রয়োজন যা দিয়ে গল্প গুলোকে খুব যত্ন করে সাজিয়ে রাখা যায়।।

শেষ বেলার পথিক

মানুষ পরিবর্তনশীল.. আমিও যার বাইরে নই. তাই বিশেষভাবে কিছু বলতে চাই না..

শেষ বেলার পথিক › বিস্তারিত পোস্টঃ

একাকিত্ব ও কষ্ট‬

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:০১

'একাকিত্ব' নামক সময় খুবই মারাত্মক...।

চোরাবালিতে পা পরলে তা যেমন মানুষকে গভীর অন্ধকার সীমানায় নিয়ে যায়! তেমনি ভাবে একাকিত্তের বদ্ধ ঘরে আটকা পরলে মানুষের মনের সুখপাখিটাও চোরাবালিতে পা পরা সেই অভাগার মত শূন্যতার আধারে হারিয়ে যায়... তখন টিকে থাকে শুধুই কষ্টের ঝিঝিপোকাটা!!!

আর মানুষ ঝি ঝি ডাক শুনতে শুনতে সুখপাখিটার কথা ভুলে গিয়ে শূন্যতাকে আঁকড়ে ধরে সবকিছুর আড়াল থেকে কষ্টকে খুজে পাওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে... সুখের কাঠির শেষ ছাই এর মাঝেও কষ্টের নিভু নিভু শিখাকে জ্বালিয়ে তুলতে চায়!!!

‪#‎একাকিত্ব_ও_কষ্ট‬

‪#‎শেষ_বেলার_পথিক‬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:১১

দিপ বলেছেন: কেউ একজন হীনতা মানেই কিন্তু একাকিত্ত্ব নয়।
আসলে কেউ কি সত্যি একা ?

একজন বা কয়েকজন না থাকলেই কি মানুষ একা হয়ে যায় ?

একজন মানুষের সাথে আর কেউই নেই, সেটা হতে পারেনা।

এই যেমন ধরে নিলাম আমার কেউ নেই। কিন্তু আসলেই কি তাই।

ব্লগ আছে ফেসবুক আছে।
আলটিমেইটলি এখন আর একা থাকা সম্ভব নয়

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৩

শেষ বেলার পথিক বলেছেন: অনেক সুন্দর একটি কথা বলেছেন আপনি।। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য ।।

তবে কিছু কিছু সময় মানুষ হাজারো মানুষের ভিড়ে থাকার পর ও একলা বোধ করে।। কেনো করে তা হয়ত ঐ ব্যক্তি- ই ভালো জানে!

আর ব্লগ অথবা ফেসবুক যাই থাকুক না কেনো, তা কিন্তু আসলেও সবাইকে যথাযথভাবে সঙ্গ দিতে পারে না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.